এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৯ মে : দু’দিনের সফরে আসাম গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার গভীর রাতে গুয়াহাটির এলজিবিআই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাসহ রাজ্যের শীর্ষ স্থানীয় বিজেপি নেতারা । সোমবার ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর । জানা গেছে, এদিন প্রথমে বিএসএফের মানকাচর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং সেখানে অবস্থানরত কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন । তারপর তিনি যাবেন তামুলপুর জেলার কেলেঞ্চিতে । সেখানে কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) জন্য সেনকোস্টো-২ (কেন্দ্রীয় কর্মশালা এবং স্টোর) উদ্বোধন করবেন এবং এখানে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । পরে তিনি কামরুপ জেলার আমিনগামে একটি জনগণনা অফিস এবং গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি সুপার স্পেশালিটি কার্ডিওথোরাসিক এবং নিউরোসায়েন্স সেন্টার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।।