এইদিন ওয়েবডেস্ক,নাগপুর,২৬ ডিসেম্বর : তিন কৃষি বিল ফিরিয়ে আনার জল্পনা উসকে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর । শনিবার মহারাষ্ট্রের নাগপুরে কৃষি শিল্প প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কৃষি আইন নিয়ে এসেছি কিন্তু কিছু লোকের তা পছন্দ হল না । যদিও স্বাধীনতার ৭০ বছর পর এটি ছিল সবচেয়ে বড় পদক্ষেপ । নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এটি এগিয়ে যাচ্ছিল । কিন্তু সরকার হতাশ নয়। আমরা একধাপ পিছিয়ে গেছি, আবার এগিয়ে যাব । কারণ ভারতের কৃষকই এদেশের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড মজবুত হলে অবশ্যই দেশ শক্তিশালী হবে ।’
অনুষ্ঠানে তোমর যখন এই কথা বলছিলেন তখন সেখানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও উপস্থিত ছিলেন । তোমর বলেন, ‘কৃষি খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন । বেসরকারি বিনিয়োগ অন্যান্য খাতে এসেছে, যা কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং জিডিপিতে এসব শিল্পের অবদান বাড়িয়েছে । কৃষি খাত এত বড় হলেও সে ধরনের সুযোগ পায়নি ।’ তিনি আরও জানান,গ্রামে গোডাউন এবং কোল্ড স্টোর তৈরি করার জন্য কৃষিতে ব্যক্তিগত বিনিয়োগের প্রয়োজন ।
এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই বক্তব্যের পরে তিন কৃষি আইন ফিরিয়ে আনার বিষয়ে জল্পনার সৃষ্টি হয়েছে । আগামী সময়ে মোদি সরকার কিছু পরিবর্তন করে আবার কৃষি আইন ফিরিয়ে আনতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল । কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র তোমারের বক্তব্যকে কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন ।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, ‘মোদীর ক্ষমা প্রার্থনাকে অপমান করেছেন দেশের কৃষিমন্ত্রী । এটা অত্যন্ত নিন্দনীয় । যদি আবার কৃষি বিরোধী পদক্ষেপ নেওয়া হয় তাহলে আবার অন্নদাতা সত্যাগ্রহ হবে । অহঙ্কারকে আগেও পরাজিত করেছিলে আবার পরাজিত করবে ।’
এদিকে এই নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে
নরেন্দ্র সিং তোমর তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি বলেছিলাম যে ভারত সরকার ভালো আইন করেছে কিন্তু অনিবার্য কারণে প্রত্যাহার করতে হয়েছে । তবে ভারত সরকার কৃষকদের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে ।’ তাঁর বক্তব্যের ভূল ব্যাখ্যা করে মিথ্যা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর । প্রসঙ্গত,গত ১৯ নভেম্বর তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।।