এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৪ জানুয়ারী : অজানা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়ায় চার পাকিস্তানি পুলিশ সদস্যকে অপহরণ করেছে। আজ শনিবার সূত্র জানায়, ‘লাকি মারওয়াত’ এলাকায় এই ঘটনা ঘটে। সূত্র মতে, এদেশের তিন নিরাপত্তারক্ষীকে একটি চেকপয়েন্ট থেকে অপহরণ করা হয় এবং অপর একজনকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়।
সূত্র জানায়, এই পুলিশ সদস্যদের কোন সশস্ত্র গোষ্ঠী এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।পাকিস্তানি পুলিশও এই ঘটনা স্বীকার করেছে।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে এ ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রতি, এই দেশটি অনেক গুরুতর নিরাপত্তা হীনতার ঘটনার সাক্ষী হয়েছে।।