এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৯ নভেম্বর : ইরানে বিক্ষোভকারী শিশুদের হত্যাকে “ভয়াবহ” বলে অভিহিত করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)৷ ইউনিসেফের মতে, ইরানে বিক্ষোভ চলাকালীন অন্তত ৫০ জন শিশু মারা গেছে, যা একটি ভয়ঙ্কর পরিসংখ্যান । এনিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ওই সংগঠনটি
ইরানের গাইডেন্স পুলিশের হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয় । এখনো তা অব্যাহত রয়েছে । বিক্ষোভকারীদের গুলি করে মেরে এবং মৃত্যুদন্ড দিয়েও বিক্ষোভ রুখতে পারছে না ইরান সরকার ।এক সপ্তাহ আগে ইরানের মানবাধিকার সংস্থা বিক্ষোভের বিষয়ে একটি প্রতিবেদনে ঘোষণা করেছিল যে দেশটির ২২ টি প্রদেশে ৪৩ জন শিশু এবং ২৫ জন নারীসহ কমপক্ষে ৩২৬ জন নাগরিক নিহত হয়েছে।
এদিকে ইরানে বিক্ষোভ নবম সপ্তাহে প্রবেশ করা সত্ত্বেও শনিবারেও এই দেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখে হাজার হাজার মানুষকে । ধর্মগুরুর নিয়ন্ত্রণে পরিচালিত সরকারের পতন চেয়ে বিক্ষোভের ঝাঁঝ বাড়িয়ে দিয়েছেন ইরানের সাধারণ মানুষ ।।