প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ ডিসেম্বর : শীতের শুরুতে জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টির জলে ডুবে যায় আলু চাষের জমি।একই কারণে জলে ডুবে গিয়েছিল জমিতে পড়ে থাকা কাটা ধান গাছও। চাষের এই ক্ষতি দেখে চরম মানসিক হতাশায় দিন কাটাচ্ছিলেন রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানে কালনার বিরুহা গ্রামের চাষি মানিক শেখ (৩৩)।শুক্রবার সকালে বাড়ির পাশের গোয়াল ঘরে থেকে উদ্ধার তাঁরই ঝুলন্ত মৃতদেহ।খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ ওই চাষির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ।চাষির মৃত্যুর কারণে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।
মৃতের শ্বশুর শেখ সামসের এদিন বলেন, ‘তাঁর জামাই মানিক শেখ পেশায় ছিলেন চাষি । চাষ করে যে টুকু রোজগার হত তা দিয়েই তাঁর সংসার চলতো । নিজের জমি চাষ করার পাশাপাশি অপরের জমি ভাগে নিয়েও ধান , আলু চাষ করতো তাঁর জামাই মানিই। এ বছর শীতের শুরুতেই মানিক বেশ কয়েক বিঘা জমিতে আলু বীজ বসিয়ে ফেলেছিল । অন্য জমি গুলিতে কাটা পড়েছিল পাকা ধান গাছ । কিন্তু কিছুদিন আগে জাওয়াদের প্রভাবে টানা দু’দিন ধরে লাগাতার যে বৃষ্টিপাত হয় তাতে সবকিছুর উলোটপালট ঘটে যায় । মানিকের আলু চাষের জমি ও পাকা ধানসহ জমি সব জলে ঢুবে যায় । বিভিন্ন জায়গা থেকে মোটা টাকা ঋণ নিয়ে মানিক চষে খরচ করেছিল । বেশ কিছু দিন ধরে জমি জলে ডুবে থাকায় জমিতে লাগানো আলু বীজ। এমনকি জমিতে পড়ে থাকা পাকা আমন ধান সব নষ্ট হয়ে যায় । ফসলের এই বিপুল ক্ষতি দেখে চুড়ান্ত হতাশ হয় পড়েছিল জামাই । দুঃশ্চিন্তা নিয়ে নিয়ে কাটাচ্ছিল ।’ শেষমেশ জামাই মানিক মর্মান্তিক মর্মান্তিক ঘটনা ঘটিয়ে বসলো বলে শ্বশুর শেখ সামসের জানিয়েছেন ।
পরিবারের অপর সদস্যরা বলেন ,মহাজনী ঋণ এবং গোল্ড লোন নিয়ে নিজের পাঁচ বিঘে জমি ও ঠিকা নিয়ে প্রায় ১২ থেকে ১৩ বিঘা জমিতে আলুর চাষ করেছিল।অসময়য়ে নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিতে আলুর জমিতে জলে ডুবে যায় । জমিতেই পচে নষ্ট য়ে যায় আলুবীজ । এই অবস্থায় ঋণ পরিশোধ কি ভাবে করবেন তা মানিক শেখ বুঝে উঠতে পারছিলেন না। মনসিক চাপ আর সহ্য করতে না পেরে মানিক শেখ শেষপর্যন্ত আত্মঘাতী হওয়ার পথ বেছে নেয় ।
চাষি মৃত্যু প্রসঙ্গে কালনা-২ ব্লকের বিডিও দেবল কুমার উপাধ্যায় বলেন,’বিষয়টি শুনেছি । কি কারনে মৃত্যু তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।’ অন্যদিকে জেলাপরিষদের সহ- সভাধিপতি দেবু টুডু বলেন,’মানিক শেখের মৃত্যুর প্রকৃত কারণ কি তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।’ পরিবারের পাশে রয়েছেন বলেও দেবু টুডু মন্তব্য করেন ।।