এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১৩ অক্টোবর : এক মাসের মধ্যে রাজ্য শিক্ষা দফতরে নথিভুক্ত না করা হলে অনুমোদন বিহীন মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিল উত্তরাখণ্ড সরকার । বর্তমানে উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ডের সাথে নিবন্ধিত ৪১৯ টি মাদ্রাসা রয়েছে । যার মধ্যে ১৯২ টি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পায় । রাজ্য সরকারের অনুমান প্রায় ৪০০ টি অনুমোদন বিহীন মাদ্রাসা চলছে রাজ্যে ।
উত্তরাখণ্ডের সমাজকল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী চন্দন রাম দাস বলেছেন,’ওই মাদ্রাসাগুলি রাজ্য শিক্ষা দফতরে নিবন্ধন না করায় সেখানে অধ্যয়নরত ছাত্রদের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে । কারণ পঞ্চম শ্রেণির পরে নতুন করে ভর্তি হতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের ।’ তিনি বলেন, ‘তাই মাদ্রাসাগুলিকে এক মাসের মধ্যে রাজ্যের শিক্ষা দফতরে নিজেদের নিবন্ধন করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে তা না করে তবে ওই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে ।’ পাশাপাশি সরকারি অনুদান সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা দেখতে সম্প্রতি মাদ্রাসাগুলিতে সমীক্ষার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেছেন যে তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং মাদ্রাসাগুলি সমীক্ষা করার জন্য শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে । উল্লেখ্য,উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড ১০৩ টি মাদ্রাসা চালায় । গত মাসের শুরুর দিকে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শামস ওই সমস্ত মাদ্রাসায় আধুনিক শিক্ষার পক্ষে সওয়াল করে আসছেন । ওই মাদ্রাসাগুলিতে রাজ্য শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম চালু করার এবং বেসরকারি ও সরকারি স্কুলের মতই একই ধারায় ছাত্রদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান ।।