প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ জুলাই : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকা যুবককে খুনের অভিযোগে গ্রেপ্তার হল স্বামী । ধৃতের নাম নিরু মাঝি । বর্ধমানের সরাইটিকরের দিঘিরপাড় এলাকায় তার বাড়ি। তাঁর স্ত্রী সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার আক্রোশে নিরু গত বৃহস্পতিবার এলাকার যুবক প্রদীপ মাঝি (২২) কে গলার নলি কেটে খুন করে বলে অভিযোগ । এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করতে সক্ষম হয় । শুক্রবার সন্ধ্যায় পুলিশ নিরু মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরায় নিরু খুনের কথা কবুল করার পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় এদিন জানান , প্রদীপ মাঝি পেশায় ছিলেন রাজমিস্ত্রি ।গত বৃহস্পতিবার বর্ধমানের সরাইটিকরের ক্যানেলপাড় থেকে উদ্ধার হয় স্থানীয় ভাসাপাড়ার যুবক প্রদীপ মাঝির মৃতদেহ । তার গলায় ছিল ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত । কল্যাণ সিংহরায় বলেন, মৃতদেহ উদ্ধারের পাশাপশি ওই দিনই ডিএসপি (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র ও বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ঘটনার তদন্ত শুরু করেন । শুক্রবার সন্ধ্যায় পুলিশ প্রদীপ মাঝির প্রতিবেশি নিরু মাঝিকে আটক করে থানায় নিয়ে যায় । টানা জেরায় নিরু মাঝি খুনের কথা কবুল করে । এর পরেই তাকে গ্রেপ্তার করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন , “খুনের
কারণ প্রসঙ্গে নিরু মাঝি পুলিশকে জানিয়েছে তার স্ত্রী সঙ্গে প্রদীপ মাঝি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল ।গত জানুয়ারি মাসে নিরুর স্ত্রী ২ দিন প্রদীপের সঙ্গে বাইরে কাটায় ।নিরু পুলিশকে জানিয়েছে ,প্রদীপের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি সে মেনে নিতে পারে নি । প্রদীপের প্রতি তাঁর আক্রোশ তৈরি হয় ।সেই আক্রোশের বসেই পরিকল্পনা করে প্রদীপকে খুন করে বলে নিরু মাঝি কবুল করেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরু সম্ভবত কোন সরকারী জায়গায় থাকা বাগানের মালির কাজ করতো । বাগান পরিচর্যা কাজে ব্যবহৃত ধারালো ব্লেড জাতীয় কিছু দিয়েই সে প্রদীপের গলার নলি কেটে দেয় । পুলিশ সেই ধারালো অস্ত্রটি উদ্ধারের তৎপরতা শুরু করেছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত নিরু মাঝিকে শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে ।খুনের ঘটনার পুনর্নির্মাণ ও খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের জন্যে তদন্তকারী অফিসার এদিন ধৃতকে ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান । বিচারক ধৃতকে ৪ দিন পুলিশী হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।।