এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ জানুয়ারী : গত বছরের এপ্রিল-জুন মাসে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ২,৪০,০০০ মানুষ মারা গিয়েছিল ভারতে । ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে ভারত ফের একই বিপদের দিকে এগোচ্ছে বলে সতর্ক করল জাতিসংঘ । ‘গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস'(ডব্লিউইএসপি) ফ্ল্যাগশিপ রিপোর্টে বলা হয়েছে যে করোনার অত্যন্ত সংক্রামক ওমিক্রন ফর্মের কারণে সংক্রমণের নতুন তরঙ্গ শুরু হয়েছে । অতএব,এই মহামারী আবারও দেশের অর্থনীতি এবং মানুষের জীবনের উপর প্রভাব ফেলতে পারে ।
জাতিসংঘের এই প্রতিবেদনটি এমন সময়ে সামনে এসেছে যখন ওমিক্রন ভ্যারিয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিয়েছে । সেখানে পরিস্থিতি এমন হয়েছে যে অনেক রাজ্যে চিকিৎসা পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং হোয়াইট হাউসকে অনেক প্রদেশ থেকে সেনা প্রত্যাহার পর্যন্ত করতে হয়েছে । গত ২৪ ঘন্টার মধ্যে ১,৪২,৩৩৮ জন রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগান,নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউইয়র্ক,ওহাইও এবং রড আইল্যান্ডের হাসপাতালগুলোতে সাহায্যের জন্য সেনা পাঠিয়েছেন ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন বলেছেন,’বিশ্বব্যাপী সহযোগিতা ছাড়া কোভিড-১৯- এর মোকাবিলা করা সম্ভব নয় । এই মহামারীকে রোখার একমাত্র উপায় গন ভ্যাক্সিনেশন ।’।