এইদিন ওয়েবডেস্ক,২২ জুন : তালিবান নেতৃত্বের দুই অপেক্ষাকৃত জুনিয়র সদস্যদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ । গোষ্ঠীর বাকি অংশের উপর দীর্ঘস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য বাড়ানো হয়েছে । তিন বছর আগে মহম্মদ আশরাফ গনি আহমদজাইয়ের (Mohammad Ashraf Ghani Ahmadzai) নেতৃত্বাধীন আফগান সরকারের মধ্যে চলা শান্তি আলোচনা সুষ্ঠুভাবে অগ্রসর হওয়ার জন্য তালিবানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ ।
তালিবান কর্মকর্তাদের উপর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২০ জুন । তার আগে থেকেই তালিবানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর দাবি তুলছিল বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি । হিউম্যান রাইটস ওয়াচ-এর মহিলা বিভাগের প্রধান হেদার বারের দাবি, ‘যেভাবে তালিবানরা আফগান মহিলা,তরুনী ও কিশোরীদের উপর ফতোয়া জারি করছে তাতে তালিবানদের উপর ফের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ।’পাশাপাশি তিনি আফগানিস্তানে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের কারনে তিনজনকে দায়ী করেছেন । হেদার বার বলেন,’ওই তিনজনের মধ্যে রয়েছে গোয়েন্দা বিভাগের পরিচালক আব্দুল হক ওয়াসিক । ভাল-মন্দ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করার ভারপ্রাপ্ত মন্ত্রী শেখ মহম্মদ খালিদ হানাফি এবং তালিবানের ধর্মীয় নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা ।’
প্রসঙ্গত,তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দশ মাস পেরিয়ে গেছে । কিন্তু ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য স্কুলের দরজা এখনও বন্ধ । আন্তর্জাতিক দাবি সত্ত্বেও, তালিবান সরকার এখনও পর্যন্ত এনিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি । তবে তালিবানরা জানিয়েছে মেয়েদের স্কুল পুনরায় চালু করার জন্য তারা নাকি একটি কমিটি গঠন করেছে । ওই কমিটি বিষয়টি খতিয়ে দেখছে । যদিও কমিটি সম্পর্কে বিস্তারিত তারা এখনো কিছু প্রকাশ করেনি । বিশ্বের বিশেষজ্ঞ মহলের মতে, আফগান মহিলাদের উপর ফতোয়া না তুললে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন হতে হবে তালিবানদের ।।