এইদিন ওয়েবডেস্ক,অমরাবতী,০৭ জুলাই : মুসলিম হিজাদিদের হামলায় নিহত ওষুধের ব্যাবসায়ী উমেশ কোলহের ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মত ঘটনা সামনে এসেছে । আক্রান্তের ঘাড়ের ৪ × ২ সেন্টিমিটার গভীর ক্ষতটি মেরুদন্ড পর্যন্ত লক্ষ্য করেছেন চিকিৎসকরা । এই রিপোর্ট পাওয়ার পর পুলিশের অনুমান,ঘাতরা শুধু পেশাদারই নয় বরঞ্চ রীতিমতো ছক কষে উমেশ কোলহকে তারা হত্যা করেছে । এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে হত্যার মাস্টারমাইন্ড ইরফান খান (৩২), মুদাসসার আহমেদ ওরফে সোনু রাজা শেখ ইব্রাহিম (২২), শাহরুখ পাঠান ওরফে বাদশা হিদায়াত খান (২৫), আব্দুল তৌফিক ওরফে নানু শেখ তসলিম (২৪), শোয়েব খান ওরফে ভুরিয়া সাবির খান (২২), আতিব রশিদ, আদিল রশিদ (২২) এবং ইউসুফ খান বাহাদুর খান (৪৪) ।
জানা গেছে,ধৃতদের মধ্যে ইউসুফ খান উমেশের মেডিকেল স্টোরে কাজ করত । তারা দুজনেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন । আর ওই গ্রুপে শর্মার সমর্থনে একটি পোস্ট শেয়ার করেছিলেন উমেশ । তারপর থেকেই তাঁকে খুনের ষড়যন্ত্র করে ইউসুফ ।
গত ২১ জুন রাতে উমেশ কোহলে স্কুটিতে চড়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে যখ বাড়ি ফিরছিলেন সেই সময় তার পথ আটকায় দুষ্কৃতীরা । উমেশকে রাস্তায় হাঁটু মুড়িয়ে বসানোর পর তার ঘাড়ে ধারালো ছুড়ি ঢুকিয়ে দেয় ঘাতক । স্ত্রী ও সন্তান বাঁচানোর চেষ্টা করেও ব্যার্থ হন । পরিচিত মানুষদের এমন নৃসংশতায় স্তম্ভিত নিহতের পরিবার পরিজন ও প্রতিবেশীরা । বৃহস্পতিবার নিহতের বাড়িতে এসে পরিবারের লোকজনদের সান্ত্বনা জানিয়ে যান বিজেপি নেতা কপিল মিশ্র ।।