এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১০ এপ্রিল : রাশিয়ার বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিলেন ইউক্রেনের সুপ্রিম কোর্টের বিচারপতি ইভান মিশচেঙ্কো(Ivan Mishchenko)। চলতি সপ্তাহে সামরিক পোশাকে অত্যাধুনিক অস্ত্র হাতে ইভানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । আর তখনই কিয়েভে বেসামরিক সামরিক প্রতিরক্ষা কর্পসে তাঁর যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে । তবে তার আগে স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের অনান্য সদস্যদের কিয়েভের বাইরে নিরাপক জায়গায় রেখে আসেন বছর চল্লিশের ইভান মিশচেঙ্কো । প্রসঙ্গত,২০১৬ সালে দেশের শীর্ষ বেঞ্চে যোগদানের আগে মিশচেঙ্কো একটি শীর্ষস্থানীয় ইউক্রেনীয় আইন সংস্থার মামলার প্রধান ছিলেন । তিনি কিয়েভের তারাস শেভচেঙ্কো ন্যাশনাল ইউনিভার্সিটিতে(Taras Shevchenko National University) আন্তর্জাতিক সম্পর্ক ও বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ।
বেসামরিক সামরিক প্রতিরক্ষা কর্পসে যোগ দেওয়ার পর লন্ডনের আইন সংস্থাগুলিকে মস্কোতে তাদের কার্যক্রম বন্ধ করার এবং রাশিয়ান ক্লায়েন্টদের হয়ে আর কখনও আদালতে ডিফেন্স না করার আহ্বান জানিয়ে ইভান মিশচেঙ্কো বলেন,’এই রক্তাক্ত অর্থ আনন্দ বা সুখ আনবে না । আর আইনজীবি মাত্রই অর্থ উপার্জন লক্ষ্য নয়,তাঁদেরও আত্ম মর্যাদা বোধ থাকে ।’
রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সামরিক প্রতিরোধের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ব্যবসায়িক যুদ্ধ শুরু করে দিয়েছে ইউক্রেন । ইউক্রেনের বেশ কয়েকটি শীর্ষ সংস্থা ইতিমধ্যেই রাশিয়ায় তাদের আউটপোস্ট বন্ধ করে দিয়েছে । লিংকলেটার্স (Linklaters) এবং নর্টন রোজ ফুলব্রাইট(Norton Rose Fulbright) উভয়ই তাদের মস্কো অফিস বন্ধ করার ঘোষণা করেছে , যখন কেনেডিস (Kennedys) গত গ্রীষ্মে তার মস্কো হাবকে “উইন্ড ডাউন” করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরের বছর মেয়াদ শেষ হয়ে গেলে ইজারা পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন । ইতিমধ্যে, শহরের অন্যান্য সংস্থাগুলিও তাদের রাশিয়ান সম্পর্কিত কাজ পর্যালোচনা করছে বা বন্ধ করে দিয়েছে বলে খবর ।।