এইদিন ওয়েবডেস্ক,মস্কো,৩০ জুলাই : রবিবার ভোরে রাশিয়ার রাজধানী শহর মস্কোয় একসঙ্গে ৩ টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন । হামলায় একজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ । মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় মস্কো সিটি জেলার দুটি ভবনের বাইরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে । এদিকে সতর্কতা হিসাবে মস্কোর চারপাশের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে,প্রায় এক ঘন্টার জন্য শহরের দক্ষিণ উপকণ্ঠে ভনুকোভো বিমানবন্দরে ফ্লাইটের উড়ান বন্ধ ছিল । অঞ্চলগুলির উপর আকাশসীমা সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়
জানা গেছে,ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর সিটি টাওয়ার কমপ্লেক্সের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে । রুশ সেনা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ‘কিয়েভ দ্বারা সন্ত্রাসী হামলার চেষ্টা’ বলে অবিহিত করেছে ।।