এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১০ জুলাই : প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সার্বজনীন নির্দেশের পর বড়সড় সিদ্ধান্ত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । তিনি জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রে মেলনিক এবং ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখাকে বরখাস্ত করেছেন । এছাড়া বরখাস্ত করা হয়েছে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও নরওয়েতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদেরও । তবে শনিবারের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই আদেশ কিনা তা বলা হয়নি। রাষ্ট্রদূতদের অন্য কোথাও নিযুক্তির বিষয়েও আদেশ দেওয়া হয়নি । রাষ্ট্রপতি জেলেনস্কি তাঁর আদেশে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন এবং সামরিক সহায়তা চাওয়ার জন্য রাষ্ট্রদূতদেরও আহ্বান জানিয়েছেন ।
উল্লেখ্য,জার্মানির সাথে কিয়েভের সম্পর্ক স্পর্শকাতর । জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতির পাশাপাশি জ্বালানি চাহিদার জন্য রাশিয়ার উপর নির্ভরশীল । কানাডায় জার্মানির তৈরি টারবাইন নিয়েই মূলত দুই দেশের মধ্যে বিবাদ । কারন জার্মানি চায় কানাডা রাশিয়ার প্রাকৃতিক গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমকে টারবাইন সরবরাহ করুক । এদিকে ইউক্রেন কানাডা থেকে টারবাইন সরবরাহ না করার বিষয়ে জোর দিচ্ছে । ইউক্রেনের অভিযোগ, যদি রাশিয়াকে টারবাইন দেওয়া হয় তবে এটি তার উপর আরোপিত নিষেধাজ্ঞা সুস্পষ্ট লঙ্ঘন হবে ।
তবে শুধু রাষ্ট্রদূতদের বরখাস্ত নয়,রুশ-অধিকৃত খেরসন ওব্লাস্টের গভর্নর হেনাদি লাহুতাকে ক্ষমতাচ্যুত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি । তাঁর পরিবর্তে সার্ভেন্ট অফ পিপলস পার্টির খেরসন ওব্লাস্ট আইনসভার সদস্য দিমিত্রো বুট্টিকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন তিনি ।।