এইদিন ওয়েব ডেস্ক,কাটোয়া,১৪ নভেম্বর ঃ করোনা ভাইরাসের আগমনের পর থেকেই হারিয়ে গেছে জীবনের স্বাভাবিক ছন্দ । নেই কর্মব্যস্ততা। সারাদিন শুধু ঘরে বসে থাকা । বিশেষ প্রয়োজনে বাইরে কোথাও গেলে মুখে মাস্ক,হাতে দস্তানা আর সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রতিবেশীদের থেকে দুরে দুরে থাকা । মাসাধিক কাল ধরে এটাই এখন রোজ নামচা হয়ে গেছে সাধারন মানুষের । স্বভাবতই বলা যেতে পারে করোনা নামক অদৃশ্য আপদ মানুষের জীবনে কার্যত অন্ধকার নিয়ে এসেছে । এই অন্ধকার থেকে আলোয় ফেরার প্রার্থনা জানাতে দীপাবলীর দিন পবিত্র ভাগীরথীর প্রবাহে প্রদীপ উৎসর্গ করল উদ্ভাবনী কাটোয়া নামে কাটোয়া শহরের একটি সংগঠন ৷ শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে কাটোয়ার দেবরাজ ঘাটে ‘ জল প্রদীপ উৎসর্গ অনুষ্ঠান’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সদস্যারা ভাগীরথীর জলে ১১০১ টি প্রদীপ উৎসর্গ করেন ।
বিগত তিন বছর ধরে উদ্ভাবনী কাটোয়ার পক্ষ থেকে দিপাবলীর দিন ভাগীরথীতে জল প্রদীপ ভাসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে । সংস্থার সম্পাদক সুরজিৎ অধিকারী জানিয়েছেন,জগতের মঙ্গলকামনার্থেই তাঁরা এই উদ্যোগ নিয়ে থাকেন । তিনি বলেন, ‘এবছর করোনা মহামারীর কারনে মানুষ খুবই কষ্টে আছেন ৷ তাই করোনা নামক এই অন্ধকার কাটিয়ে মানুষ যাতে আলোয় অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই প্রার্থনা করতেই এবারে আমরা জল প্রদীপ উৎসর্গ অনুষ্ঠানের আয়োজন করেছি । এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজী আবেদন জানিয়েছিলেন মৃত সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর জন্য । তাই করোনা থেকে মুক্তির প্রার্থনার পাশাপাশি প্রধানমন্ত্রীজীর কথা মত আমরা মৃত সেনাদের আত্মার শান্তি কামনা করেও ভাগীরথীর পবিত্র জল প্রবাহে প্রদীপ উৎসর্গ করেছি ।’