এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৬ সেপ্টেম্বর : কংগ্রেস এনসিপির সঙ্গে জোট করে সরকার গঠন করতে গিয়ে এখন আস্ত দল হাতছাড়া হতে বসেছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের । ফের একবার জোর ধাক্কা খেলেন তিনি । এবার ছত্তিশগড়ে শিবসেনার রাজ্য ইউনিট ঠাকরে গ্রুপ ছেড়ে একনাথ শিন্ডের শিবিরের প্রতি আস্থা প্রকাশ করেছে । শুক্রবার শিবসেনার একটি ইউনিট ঠাকরে গোষ্ঠী ছেড়ে শিন্ডে গ্রুপে যোগ দিয়েছে। ছত্তিশগড় শিবসেনা সভাপতি ধনঞ্জয় পরিহার, মধুকর পান্ডে এবং রেশম জাংদে-এর নেতৃত্বে শিব সৈনিকরা মুম্বাই গিয়ে একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন । ধনঞ্জয় পরিহার শিন্ডেকে ছত্তিশগড় সফরের আমন্ত্রণ জানিয়েছেন ।
বিজেপির সঙ্গে জোট ভেঙে এনসিপি,কংগ্রেসকে নিয়ে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি সরকার গঠন করেছিলেন উদ্ধব ঠাকরে । কিন্তু মাস দুয়েক আগে একনাথ শিন্ডের নেতৃত্বে ৩৮ জন শিব সৈনিক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করলে কার্যত সুনামি বয়ে যায় উদ্ধবের নেতৃত্বাধীন সরকারের উপর দিয়ে । আর তাতে তাসের ঘরের মত ভেঙে পড়ে মহা বিকাশ আঘাদি সরকার । মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে ।
পরে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করে একনাথ শিন্ডে গোষ্ঠী। শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হয়। যখন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ডেপুটি মুখ্যমন্ত্রী হন। এখন দল নিয়ে শিন্ডে ও উদ্ধব গোষ্ঠীর মধ্যে বিরোধ। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে । কিন্তু দলের কর্তৃত্ব দখলের মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার আগেই উদ্ধব ঠাকরের পায়ের তলা থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে । তাবড় তাবড় শিব সৈনিকরা শিন্ডের দলে ভিড়ছেন । প্রাক্তন থানে মেয়র এবং শিবসেনার জেলা সভাপতি নরেশ মাস্কেও একনাথ শিন্ডের সমর্থনে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন । তিনি সিএম উদ্ধব ঠাকরেকে তখন একটি চিঠি লিখে জানিয়েছিলেন, এনসিপি শিবসেনাকে শ্বাসরোধ করেছে ।
মহা বিকাশ আঘাদি জোট ছাড়ার পরে শিন্ডে একটি টুইট বার্তায়ববলেছেন,’আমি শিবসেনা এবং শিব সৈনিকদের এমভিএ অজগরের কবল থেকে মুক্ত করার জন্য লড়াই করছি ৷ এই লড়াই সমস্ত শিব সৈনিকদের বাঁচানোর লড়াই ৷’।