এইদিন ওয়েবডেস্ক,সীতামারি(বিহার),১৯ জুলাই : নূপুর শর্মা ইস্যুতে রাজস্থানের উদয়পুর এবং মহারাষ্ট্রের অমরাবতীতে যেভাবে নৃসংশ হামলা চালানো হয়েছিল ঠিক একই কায়দায় বিহারের সীতামারিতে এক হিন্দু যুবকের উপর হামলা চালালো জিহাদিরা । টিভি চ্যানেলে বিতর্কের সময় নূপুর শর্মার সেই বিতর্কিত ভিডিও দেখার অপরাধে স্থানীয় জিহাদিরা অঙ্কিত ঝা (২৩) নামে ওই যুবককে ছুরি দিয়ে নৃসংশভাবে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও পুলিশ ঘটনাটি নূপুর শর্মার সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করছে । এই ঘটনায় পুলিশ ৫ জনের বিরুদ্ধে এফআইআর রজু করেছে । দুজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত এখনও অধরা । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ নিহাল ও মোহাম্মদ বিলাল । তারা সীতামারহির নানপুর গ্রামের বাসিন্দা।
অমর উজালার প্রতিবেদনে থেকে জানা গেছে, ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই সীতামারির নানপুর এলাকায় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অঙ্কিত ঝা নামে ওই যুবক একটি পানের দোকানে দাঁড়িয়ে নূপুর শর্মার ভিডিও দেখছিলেন । এরপর সেখানে সিগারেট খাওয়া আরেক যুবকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। পরে ওই যুবক তার সঙ্গীদের নিয়ে এসে অঙ্কিতের ওপর হামলা চালায় । জিহাদিরা প্রকাশ্য বাজারে অঙ্কিতের উপর চাকু দিয়ে ৫-৬ বার কোপ বসিয়ে পালিয়ে যায় । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক ।
ঘটনার পর আক্রান্ত যুবকের বাবা মনোজ ঝা এনিয়ে থানায় এফআইআর নথিভুক্ত করতে গেলে পুলিশ বয়ান বদল করতে বাধ্য করায় বলে অভিযোগ । অভিযোগ,নূপুর শর্মার ভিডিও দেখাকে কেন্দ্র করে অন্য ধর্মের যুবকরা অঙ্কিতের ওপর হামলা চালায় । অথচ অভিযোগ পত্র থেকে নূপুর শর্মার প্রসঙ্গই মুছে ফেলতে বাধ্য করে পুলিশ । এই বিষয়ে নানপুর থানার এইচএইচও বিজয় কুমার রাম বলেন, ‘বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।’।