এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ আগস্ট : ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit) । শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর প্রমুখ । শুক্রবার সিজেআই এনভি রমনা (N.V. Ramana) অবসর গ্রহন করেন । এদিন তাঁর স্থলাভিষিক্ত হলেন ইউ ইউ ললিত ।
বিচারপতি উদয় উমেশ ললিত ফৌজদারি আইনের বিশেষজ্ঞ আইনজীবী ছিলেন । ২০১৪ সালে তিনি আইনজীবী থেকে সরাসরি বিচারপতি মনোনিত হন । বিচারপতি উদয় উমেশ ললিত ২০২১ সালে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন । সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি । উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের আইনজীবী ছিলেন ইউইউ ললিত । বাবরি ধ্বংস মামলায় কল্যাণ সিংকে আইনি জটিলতা থেকে উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । তবে পরবর্তী কালে নিজেকে অযোধ্যা মামলা থেকে দূরে সরিয়ে রাখেন ।
কিন্তু সিজেআই হিসাবে তাঁর কার্যকাল হবে মাত্র ৭৫ দিন । এর পর তিনি অবসরে যাবেন । এত অল্প সময়ের জন্য ভারতের প্রধান বিচারপতি হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । বিচারপতি ইউ ইউ ললিতের পর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি । তাঁর কার্যকাল হবে দু’বছর ।।
ছবি : টুইটার ।