এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২৬ জুলাই : চীনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘন্টায় ২২৩ কিমি বেগে চীনের ভূখণ্ডের দিকে ঘন্টায় ২২৩ কিমি বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “ডক্সোরি” । আগামী শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি চীনে ঢুকবে বলে জানানো হয়েছে । চলতি বছরে চীনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলির মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে ।
এদিকে আগাম সতর্কতা অবলম্বন করেছে বেইজিং কর্তৃপক্ষ । সমুদ্রে মাছ ধরার নৌকাগুলোকে নিকটস্থ বন্দরে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে । আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কিছু উচ্চ-গতির ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে । এছাড়াও চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় কৃষকদের মাঠ থেকে ধান ও অন্যান্য ফসল তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে । চীনের পাশাপাশি তাইওয়ান তার বার্ষিক কিছু সামরিক মহড়া বাতিল করেছে বলে জানা গেছে ।তাইওয়ানের কর্মকর্তারা বলেছেন, এটি হবে চার বছরের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক টাইফুন । গত মে মাসে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টাইফুন মৌর পর ফের একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে চীন ।।