এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২৭ নভেম্বর : ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল মালদা জেলার মানিকচক থানা এলাকার বাসিন্দা ২ যুবক । পুলিশ জানায়,ধৃতদের নাম আরমান শেখ ও শেখ শফিউল । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি মানিকচক থানার ধরমপুর এলাকার । দ্বিতীয়জন পাশের শেখপুরা এলাকার বাসিন্দা । শুক্রবার রাতে মানিকচকে রাজ্য সড়কের ধারে পাওয়ার হাউস মোড় এলাকায় থেকে দুই যুবককে ২৬০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার করা হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে জাতীয় সড়কে রুটিন টহলদারি চালাচ্ছিল মানিকচক থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । সেই সময় পুলিশ পাওয়ার হাউস মোড়ের কাছে ওই দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে । তাদের মধ্যে একজনের হাতে ছিল একটি পলিথিনের ক্যারিব্যাগ । সন্দেহ হওয়ায় পুলিশ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বললে তখন পুলিশ ক্যারিব্যাগ খুলতেই ব্রাউন সুগার নজরে পড়ে ।
পুলিশের অনুমান তারা ওই ব্রাউন সুগার কোথাও পাচারের মতলব করেছিল । তাই যানবাহনের জন্য পাওয়ার হাউস মোড়ে অপেক্ষা করছিল । পুলিশ জানিয়েছে, তারা কোথা থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল,কোথায় পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে । পাশাপাশি চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।