দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সাইকেলে ভ্রমণকারী দুই যুবক । ওই দুই যুবকের নাম তুহিন ভক্ত ও প্রশান্ত মজুমদার । নদীয়া জেলার কল্যানী থানা এলাকার গয়েশপুর গ্রামে তাঁদের বাড়ি । দুজনেরই বেসরকারি সংস্থায় কাজ করেন । ছুটি নিয়ে তারা সপ্তাহব্যপী সাইকেল ভ্রমণ শুরু করেছেন । রবিবার গয়েশপুর থেকে তাঁরা যাত্রা শুরু করেছেন । যাত্রাপথ তারাপীঠ হয়ে তারকেশ্বর, মাঝে বৈষ্ণব তীর্থ মায়াপুর দর্শন । সমগ্র যাত্রাপথে তাঁরা বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে বনসৃজনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ।
কিন্তু হঠাৎ এই চিন্তা মাথায় কেন এল ? এর উত্তরে স্নাতক উত্তীর্ণ তুহিন ভক্ত বলেন,’চলতি গ্রীষ্মে ছিল রেকর্ড গরম । শুধু ভারতই নয়,বিশ্ব উষ্ণায়নের প্রকোপে পড়েছে সমস্ত দেশগুলি । আর এর পিছনে কারন হল নির্বিচারে বনভূমি ধ্বংস করা । উষ্ণায়ন থেকে রক্ষা পেতে আমাদের ব্যাপক হারে গাছ লাগাতেই হবে । তাই মানুষকে সচেতন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি ।’
আজ সোমবার নদীয়া জেলার বন্ধুকে সাইকেলে চড়ে কাটোয়া শহরে ঘুরে বনসৃজনের বার্তা দিতে দেখা যায় । রাতে কাটোয়ায় বিশ্রাম নিয়ে তাঁরা মঙ্গলবার ভোরে বীরভূমের তারাপীঠের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন ।।