দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান)০৬ সেপ্টেম্বর : অজানা গাড়ির ধাক্কায় টোটোচালক সহ দুই যুবকের মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । মৃতরা হলেন ভাতার থানার হাড়গ্রামের বাসিন্দা দেবদূত হাজরা (২৯) এবং তাঁর মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরী (২০) । ব্রজকিশোরের বাড়ি শক্তিগড় থানার ন’পাড়া গ্রামে । মঙ্গলবার রাতে ভাতার-মালডাঙ্গা রোডে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে দুর্ঘটনার পর খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য আজ বুধবার মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ঘাতক গাড়িটির সন্ধান চলছে ।
জানা গেছে,দেবদূত হাজরা দূর্ঘটনাগ্রস্ত টোটোর চালক । তিনি বিবাহিত । বাড়িতে তার দেড়বছরের সন্তান ও স্ত্রী রয়েছেন । অপরদিকে ব্রজকিশোর বাবা মায়ের একমাত্র ছেলে । সোমবার হাড়গ্রামে গ্রাম্যদেবী মনসার পুজো ছিল । সেই কারনে পূজোর দিন হাড়গ্রামে এসেছিলেন ব্রজকিশোর । দেবদূতের পিসির বাড়ি নাসিগ্রামে । পিসতুতো ভাই বিশ্বজিৎও পূজো উপলক্ষে হাড়গ্রামে আসেন ।
জানা গেছে,মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর পিসতুতো ভাই বিশ্বজিৎকে নিজের টোটোয় চাপিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলে দেবদূত । সঙ্গে ছিল ব্রজকিশোরও । বিশ্বজিৎকে বাড়ি পৌঁছে দেওয়ার পর বাড়ি ফেরার পথে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে আসতেই একটি অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । দূর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দেবদূত ও ব্রজকিশোর । সেই সময় প্রবল বৃষ্টিপাত চলায় সড়ক পথে লোকজনও ছিল না ।
জানা গেছে, বেশ কিছুক্ষণ পরে রাত্রি প্রায় ১০ টা নাগাদ নাসিগ্রামের এক টোটোচালক ভাতার বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই দুজনকে সড়কপথে পড়ে থাকতে দেখেন । তারাই গ্রামে খবর দেন । এরপর লোকজন জড়ো হয়ে যায় দূর্ঘটনাস্থলে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে আনে । কিন্তু শেষ রক্ষা হয়নি । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।