এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ জুন : আজ রবিবার রাজধানী শহর দিল্লি আরকে পুরম থানার আম্বেদকর বস্তি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতীদের গুলিতে দুই মহিলা নিহত হয়েছেন । এদিন সকালে সশস্ত্র হামলাকারীদের গুলিতে গুরুতর জখম হওয়ার পর দুই তরুনীকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নাম পিঙ্কি (৩০) এবং জ্যোতি (২৯) । দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানিয়েছেন,হামলাকারীরা মূলত নিহতের ভাইকে মারতে এসেছিল । ভাইকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাতে হয়েছে ওই দুই তরুনীকে । তিনি আরও জানান,প্রাথমিকভাবে এটি আর্থিক লেনদেনের ঘটনা বলে মনে হচ্ছে । আইপিসির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । পাশাপাশি তিনি দাবি করেছেন, দিল্লির আইনশৃঙ্খলা যদি লেফটেন্যান্ট গভর্নরের (এল-জি) পরিবর্তে আম আদমি পার্টি (AAP) সরকারের অধীনে থাকত তাহলে দিল্লি সবচেয়ে নিরাপদ জায়গা হত । কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিবর্তে তারা পুরো দিল্লির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ব্যস্ত ।।