প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ নভেম্বর : দ্রত গতীতে ধেয়ে আসছিল ট্রেন।আর সেই সময়েই রেল লাইন পার হচ্ছিলেন বৃদ্ধ খলিল শেখ। কিন্তু কাছাকাছি চলে আসতে থাকলেও বয়সের ভারে ভারাক্রান্ত ওই বৃদ্ধ কিছুতেই যেন দ্রত লাইন পার হয়ে নিরাপদ দূরত্বে চলে আসতে পারছিলেন না । সোমবার বেলায় তা দেখে দুই সবজি বিক্রেতা যুবক সারু শেখ ছোট্টু শেখ নিজেদের সবিজি ব্যবসার পসরা ছেড়ে ছুটে যান লাইনের কাছে।ট্রেনটি বৃদ্ধর একেফারে কাছে চলে আসার মুহুরতে তারা বৃদ্ধকে ধরে রেল লাইন পার করিয়ে নেন।এতেই প্রাণে রক্ষা পেয়ে যান বৃদ্ধ খলিল শেখ।সোমবার বেলায় এমনই রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকেন ব্যান্ডেল কাটোয়া রেলপথে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে উপস্থিত থাকা মানুষজন।জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধকে প্রাণে বাঁচানোর জন্য স্টেশন চত্ত্বরে থাকা সকল ব্যক্তি দুই সবজি বিক্রেতা যুবকের ভূয়সী প্রশংসা করেন।
সমুদ্রগড় স্টেশনে থাকা মানুষজনের কথা অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন সময় বেলা ৯ টা ৪০ মিনিট। ওই সময় সমুদ্রগড় স্টেশনের দিকে দ্রুত গতীতে ধেয়ে আসছিল আপ বালুরঘাট এক্সপ্রেস। তখন সমুদ্রগড় স্টেশন সংলগ্ন সবজি বাজারে রীতি মত উপচে পড়া ভিড়।ট্রেন আসছে বলে অনেকেই রেললাইন থেকে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছিলেন। আর ঠিক ওই সময়েই লাঠি নিয়ে হেঁটে রেল লাইন পার হচ্ছিলেন বয়সের ভারে ভারাক্রান্ত বৃদ্ধ খলিল শেখ । ঠিকমত হাঁটাচলাও তিনি করতে পারেধ না। তাই ট্রেন কাছে চলে আসতে থাকলেও দ্রত লাইন পিরিয়ে কিছুতেই যেন তিনি চলে আসতে পারছিলেন না। এদিকে ট্রেনও এগিয়ে আসছিল । ঘটনা নজরে আসতেই সবজির পসরা ছেড়ে রেল লাইনের দিকে ছুটে যান দুই সবজি বিক্রেতা সারু শেখ ও ছোট্টু শেখ।তারাই ট্রেনের ধাক্কায় প্রাণ খোয়ানোর হত থেকে বৃদ্ধকে রক্ষা করেন ।
সবজি বিক্রেতা সারু শেখ বলেন, ’প্রচণ্ড গতিতে ট্রেনটি ধেয়ে আসছিল। তবু তখনও ওই বূদ্ধ মানুষটা লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে লাইন পার হচ্ছিল। তখন তিনি এবং ছোট্টু চিৎকার করে বৃদ্ধকে লাইন থেকে সরে যেতে বলেন।কিন্তু দেখি ওই বৃদ্ধ রেল লাইন থেকে সরছে না।তখন আমরা নিজেদের সবজির পসরা ছেড়ে লাইনের কাছে ছুটে যাই।ট্রেনটি বৃদ্ধর একেবারে কাছে চলে আসার মুহুর্তে বৃদ্ধকে লাইন পার করিয়ে নিয়ে প্রাণে বাঁচাই।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সমীর ঘোষ বলেন, রোমহর্ষক ঘটনা বলতে যা বোঝায় ,
সেই রকমই ঘটনা এদিন তিনি চাক্ষুষ করেছেন। সারু সেখ ও ছোট্ট শেখ যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধর প্রাণ বাঁচিয়েছে তা হলিউডের সিনেমার দৃশ্যকেও হার মানানোর মতন।।