এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে বেপরোয়া কনটেনরের ধাক্কায় প্রাণ কেড়ে নিল বেসরকারি সংস্থায় কর্মরত দুই যুবকের । মৃতরা হলেন কেতুগ্রাম থানার বেড়ুগ্রামে সন্তোষ দাস (২৮) ও পার্শ্ববর্তী বহরা গ্রামের বাসিন্দা সৌরভ ঘোষ(৩০) । আজ সোমবার দুপুরে কেতুগ্রামের ভুলকুড়ির কাছে কাটোয়া-বোলপুর সড়ক পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে সন্তোষের বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই নাবালক সন্তান এবং বিধবা মা। সৌরভ অবিবাহিত । দুই পরিবারই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে ৷
জানা গেছে,রাসায়নিক সার তৈরির একটি সংস্থাতে কাজ করতেন সৌরভ ঘোষ ও সন্তোষ দাস ৷ কাজের সুবাদে তাদের বাইকে চড়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াতে হত । রবিবার দু’জনে বাইকে চড়ে কেতুগ্রামের নিরোলে সংস্থার একটি শিবিরে অংশ নিয়েছিলেন দুই যুবক । আজ দুপুরে তারা বাড়ি ফিরছিলন । কিন্তু তারা কাটোয়া-বোলপুর সড়ক পথ ধরে ভুলকুড়ির কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি কনটেনরের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়েন । খবর পেয়ে পুলিশ এসে দুজনকে কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালের মর্গে পাঠানো হয় ।।