এইদিন ওয়েবডেস্ক,পালামু(ঝাড়খন্ড),২৬ সেপ্টেম্বর : পুকুরের মাছ মারার জন্য জলে বিদ্যুৎ প্রবাহিত করে রেখেছিল দুই যুবক । সেই সময় দুই শিশু পুকুরের জলে স্নান করতে নামলে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের পালামু জেলার পাঙ্কি থানা (Panki police station) এলাকায় । মৃত দুই শিশুর নাম গুঞ্জন কুমার(৫) ও দীপক কুমার(৩) । তারা সহদর ভাই । এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে গেছে অভিযুক্ত দুই যুবক । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
মৃত দুই শিশু গুঞ্জন ও দীপকের বাড়ি আসেহার (Asehar) পঞ্চায়েতের কুসদি (Kusdi) গ্রামে । গ্রামের একটি পুকুরের মাছ মারার জন্য একই কুসদি গ্রামের দুই যুবক জলের মধ্যে বিদ্যুৎবাহী তার ফেলে রেখে দিয়েছিল । সেই সময় গুঞ্জন ও দীপক ওই পুকুরে স্নান করতে যায় । তারা পুকুরে নামতেই তড়িতাহত হয়ে জলের মধ্যে পড়ে যায় । আর তারা জল থেকে উঠতে পারেনি । কিছুক্ষনের মধ্যেই ওই দুই ভাইয়ের মৃতদেহ পুকুরের জলে ভেসে ওঠে । এদিকে ঘটনার পরেই চম্পট দেয় অভিযুক্ত দুই যুবক । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঙ্কি থানার পুলিশ । পরে পুলিশ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে ।।