এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : ভাতারে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার । দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বলগোনা-মালডাঙ্গা রোডে ভাতার থানার সেলেন্ডা গ্রামের কাছে । মৃত দুই মহিলার নাম শেফালি মাঝি(৭৭) ও কল্পনা সাঁতরা (৫৬) । তাঁদের বাড়ি ভাতার থানার সেলেন্ডা গ্রামে । আজ বুধবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,শেফালি মাঝি ও কল্পনা সাঁতরা নামে দুই হতদরিদ্র পরিবারের মহিলা সংসারের সাশ্রয়ের জন্য ভেড়া ও ছাগল প্রতিপালন করতেন । অনান্য দিনের মত মঙ্গলবার দুপুরেও তাঁরা গবাদি পশু চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন । পশুগুলি মাঠে যখন ঘাস খাচ্ছিল, সেই সময় দুই মহিলা বলগোনা-মালডাঙ্গা রোডের পাশে বসেছিলেন । সেই সময় মালডাঙ্গা মুখি একটি বেপরোয়া চারচাকা গাড়ি রাস্তার ফুটপাতে এসে দুই মহিলাকে কার্যত পিষে দিয়ে পালিয়ে যায় । বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে দুই মহিলাকে দ্রুত ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু শেফালি মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ভাতার হাসপাতালের চিকিৎসকরা গুরুতর জখম কল্পনা সাঁতরাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । কিন্তু বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর । দুই হতদরিদ্র পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।