এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৬ নভেম্বর : বাড়ি বাড়ি গননা ফর্ম বিতরণ করতে গিয়ে মহা ফ্যাসাদে পড়তে হল মূর্শিদাবাদ জেলার ডোমকলের রায়পুরের চোয়াপাড়া এলাকার বুথ লেভেল অফিসার(বিএলও) নাজমুন্নেসা খাতুনকে ৷ তিনি যখন পেশায় পরিযায়ী শ্রমিক সুকুর মণ্ডলের বাড়িতে যান তখন দুই মহিলা নিজেদের সুকুরের স্ত্রী বলে দাবি করে দুটি গননা ফর্ম চায় । কিন্তু এক ব্যক্তির জন্য নির্বাচন কমিশনের তরফে একটি ফর্ম ধার্য করায় মহা বিপাকে পড়ে যান বিএলও । তিনি বিষয়টি সুকুরের দুই স্ত্রী মমতা বিবি এবং মর্জিনা বিবিকে বোঝানোর বহু চেষ্টা করেন । কিন্তু ব্যর্থ হন । শেষে এক স্ত্রী কেরালায় সুকুর মণ্ডলকে ফোন করে উদ্ভুত সমস্যার কথা জানান । তখন কেরালা থেকে ফোনে সুকুর বিএলও নির্দেশ দেন যে নির্বাচন কমিশনকে ফর্মে স্ত্রীর নাম লেখার জন্য দুটি জায়গার ব্যবস্থা করতে হবে, কারন দুই স্ত্রীই তার কাছে খুব প্রিয় । যদিও বিষয়টির এখনো কোনো সমাধানসূত্র বের হয়নি বলে জানা গেছে ।
এদিকে শোনা যাচ্ছে যে গননা ফর্মে কার নাম থাকবে এনিয়ে সুকুর মণ্ডলের দুই স্ত্রীর মধ্যে শুরু হয়ে গেছে তুমুল অশান্তি । কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কোনও নির্দেশও নেই । তাই এস আই আর -এর কাজে নিযুক্ত কোনো আধিকারিকই স্পষ্ট করে কিছু জানাতে পারছেন না । ডোমকলের বিডিও পার্থসারথি মণ্ডল বলেন,’যে প্রশ্ন উঠেছে তা যুক্তিযুক্ত। কিন্তু সত্যি বলতে কী, এর সঠিক জবাব নেই আমার কাছে। কমিশন কী জানায়, তার অপেক্ষায় থাকব আমরা।’ তবে নির্বাচন কমিশন একজনের জন্য যে পৃথক গননা ফর্ম বানাবে না এটা স্পষ্ট । ফলে ধর্মীয় ভাবে মমতা বিবি এবং মর্জিনা বিবি দু’জনে সুকুর মণ্ডলের স্ত্রীর স্বীকৃতি পেলেও নির্বাচন কমিশন যে দেবে না সেটা স্পষ্ট । এই পরিস্থিতিতে সুকুরের পরিবারের অশান্তির আগুন সে কিভাবে নেভাতে সক্ষম হয় সেই প্রতিক্ষায় আছে প্রতিবেশীরা ।।

