দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ অক্টোবর : ভাগিরথীর টইটম্বুর অবস্থা । নদীর জল যাতে শহরে ঢুকে প্লাবিত করতে না পারে তার জন্য লকগেটগুলি বন্ধ রেখে দেওয়া হয়েছে । এদিকে সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বেশ কিছুক্ষন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয় । তার জেরে প্লাবিত হয়ে যায় কাটোয়া পুরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ড এলাকা । এদিকে লকগেট বন্ধ থাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত ওই দুই ওয়ার্ডের রাস্তাঘাটে হাঁটুভর জল জমে থাকতে দেখা যায় । ফলে চুড়ান্ত নাকাল হতে হয়ে দুই ওয়ার্ডের বাসিন্দাদের । কাটোয়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন সমীর সাহা বলেন, ‘পুরসভা থেকে পাম্প লাগিয়ে জমা জল নিকাশের ব্যবস্থা করা হবে ।’
কাটোয়ার কাছে ভাগিরথীতে এসে মিশেছে অজয় নদ । যার জেরে অজয়ের জলস্ফীতি হলেই জল বাড়ে ভাগিরথীর । এদিকে ডিভিসির ছাড়া জলে বৃহস্পতিবার থেকে ভয়ঙ্কর অবস্থা অজয়ের । মঙ্গলকোট,কেতুগ্রাম,আউশগ্রামের একাধিক গ্রাম অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় । অজয়ের জল এসে মেশায় ভাগিরথীর জলস্তর বাড়ার কারনে কাটোয়া শহরের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিও প্লাবিত হওয়ার আশঙ্কার সৃষ্টি হয় । তাই আগাম সতর্কতা হিসাবে লকগেটগুলি বন্ধ রেখে দেয় পুরসভা । এই পরিস্থিতিতে সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের পর জল নিকাশ হতে না পারায় কাটোয়া শহরের একাধিক ওয়ার্ড বৃষ্টির জলে প্লাবিত হয়ে যায় । ফলে শারদোৎসবের মুখেই দুর্ভোগে পড়েছেন পুরবাসী ।।