নীল পাঠক ও শেখ মিলন,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর) ও ভাতাড়(পূর্ব বর্ধমান),২৫ ডিসেম্বর : শুভ বড়দিনে দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই স্বেচ্ছা সংগঠন । শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঈঅ্যান শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে উষ্ণতার স্পর্শ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৪৫ জন দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হল । অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতাড়ের ওড়গ্রামে প্রায় ৩০০ জন গরিব দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও টর্চলাইট তুলে দেয় বরানগর উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘শেয়ার দ্য ওয়ার্মথ’ ।
নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের ঈঅ্যান শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শিক্ষাদান হলেও সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে এই সংস্থা । রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, বৃক্ষরোপন ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে ঈঅ্যান ।
সংস্থার কর্ণধার অঞ্জন ভারতী বলেন, ‘এছাড়া যেকোনও দুঃস্থ পরিবারের মেয়ের বিয়ের জন্য আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে এককালীন ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় । প্রতি বছরের মত এবারেও আমরা বড়দিন উপলক্ষ্যে ৪৫ জন দুঃস্থ মানুষকে কম্বল উপহার দিলাম ।’ তিনি বলেন, ‘সমাজের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত ।’ এদিন জেলা পরিষদ সদস্য শিপ্রা পালই, শিক্ষক প্রশান্ত দাস, অধ্যক্ষ নিতিশ হালদার, শিক্ষিকা শোভা ভারতী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাপকদের হাতে কম্বল তুলে দেন।
অন্যদিকে এদিন বরানগর উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হল পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের ওড়গ্রাম জ্যৈষ্ঠপাড়ায় । ওড়গ্রামের বিভিন্ন প্রান্তের শতাধিক দুঃস্থ মানুষের হাতে এদিন কম্বল ও টর্চ লাইট তুলে দেওয়া হয়। শীতের মরসুমে কম্বল পেয়ে খুশি এলাকার মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাসু রায় ও মীর নজরুল ইসলাম।
বরানগর উদ্যোগ সংস্থার সম্পাদক স্যাম্যব্রত দাস জানান , বিগত তিন বছর ধরে তাঁদের সংস্থা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে । এদিন পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের ওড়গ্রামে প্রায় ৩০০ জন গরিব দুস্থ মানুষদের হাতে কম্বলও টর্চলাইট তুলে দেওয়া হল । আগামী দিনেও সংস্থার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে ।।