এইদিন ওয়েবডেস্ক,জগন্নাথপুর (সুনামগঞ্জ),১২ জুলাই : কোরবানির মাংসের ভাগাভাগিকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দারা । সংঘর্ষে দু’পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে । সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর বলেন,’কোরবানির পশুর মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই উপজেলার প্রতিবেশী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের বাসিন্দা শাহীন মিয়া নামে এক ব্যক্তি কর্মসুত্রে ব্রিটেনে থাকেন । তিনি ঈদ উপলক্ষে ব্রিটেনের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের একটি মাদ্রাসায় ৩৫টি গরু দান করেছিলেন । আর তার মাংসের ভাগাভাগি নিয়ে জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে বচসা বেধে যায় । তার জেরে সোমবার বিকেলে দুই গ্রামবাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্মুখ সমরে দাঁড়িয়ে পড়ে । বেধে যায় তুমুল সংঘর্ষ । ঘন্টা দুয়েক ধরে চলে হানাহানি । তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে অন্তত ৫০ জন গ্রামবাসী জখম হয়েছে বলে খবর । গোতগাঁও গ্রামের আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।।