এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,২৮ সেপ্টেম্বর : পূর্ব কঙ্গোতে বিধ্বস্ত হয়েছে উগান্ডার দুটি সামরিক হেলিকপ্টার । দূর্ঘটনায় কমপক্ষে ২২ জন সেনা নিহত হয়েছে বলে খবর । হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র ফেলিক্স কোলাইগিয়ে বলেছেন, ‘দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে আমার কাছে এই মুহূর্তে আরও বিশদ তথ্য নেই ।’
কঙ্গোর সামরিক সূত্র জানিয়েছে,প্রথম হেলিকপ্টারটি গত ২৬ সেপ্টেম্বর কঙ্গোর ইতুরি প্রদেশের বুগা গ্রামের উপর বিধ্বস্ত হয় । আর দ্বিতীয়টি কঙ্গো ও উগান্ডার সীমান্তবর্তী অঞ্চলে ভেঙে পড়ে । জানা গেছে,মিত্র গণতান্ত্রিক বাহিনী (এডিএফ) নামে পরিচিত একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য কঙ্গোতে ওই দুই হেলিকপ্টারে সেনা পাঠিয়েছিল উগান্ডা । এডিএফর হামলাতেই ওই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
উল্লেখ্য,১৯৯০ এর দশকের শেষ থেকে কঙ্গোতে সক্রিয় রয়েছে মিত্র গণতান্ত্রিক বাহিনী । গত বছরের নভেম্বরে রাজধানী কাম্পালায় পরপর তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল ওই বিদ্রোহী গোষ্ঠীটি । যাতে হামলাকারীসহ ৭ জনের মৃত্যু হয়েছিল ।।