এইদিন ওয়েবডেস্ক,গলসি(পূর্ব বর্ধমান),১৪ জুলাই :
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার পারাজ পঞ্চায়েতের করকডাল গ্রাম । বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৮ জন জখম হয়েছে । তার মধ্যে রয়েছেন ৪ জন মহিলা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ । এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
স্থানীয় সুত্রে জানা গেছে,করকডাল গ্রামে তৃণমূলের এক গোষ্ঠীর যুবকরা বসে গল্পগুজব করার জন্য একটি বাঁশের মাঁচা তৈরি করেছিলেন । মঙ্গলবার রাতের অন্ধকারে কেউ বা কারা গিয়ে সেটি ভেঙে দিয়ে পালিয়ে যায় । তা থেকেই ঘটনার সুত্রপাত ।
জানা গেছে,রাতে বিষয়টি নজরে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে । ঘটনার পর থেকেই তৃণমূলের ব্লক সভাপতি জনার্দ্দন চট্টোপাধ্যায় গোষ্ঠীর লোকজনের সাথে সংখ্যালঘু সেলের সহ সভাপতি মহম্মদ মোল্লা গোষ্ঠীর লোকজনের মধ্যে এনিয়ে চাপানউতোর চলছিল । তারপর এদিন বিকেল নাগাদ দু’গোষ্ঠীর লোকজন মুখোমুখি দাঁড়িয়ে পড়লে প্রথমে বচসা শুরু হয় । তারপর দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হলে বেঁধে যায় তুমুল সংঘর্ষ । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । সংঘর্ষে ব্লক সভাপতি গোষ্ঠীর ৪ মহিলাসহ ৬ জন আহত হন ৷ অন্যদিকে মহম্মদ মোল্লার গোষ্ঠীর দু’জন জখম হয়েছেন । খবর পেয়ে গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে আহতদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয় ।
জনার্দ্দন চট্টোপাধ্যায় অনুগামী সেখ মন্টু ও তার পরিবারের লোকদের দাবী, ‘মঙ্গলবার রাতে করকডাল ছাড়াও ভিমসারা, বোলপুর ও রানাডি প্রভৃতি গ্রাম থেকে মহম্মদ মোল্লার প্রচুর লোকজন জড়ো হয় । তারাই আমাদের বাঁশের মাঁচাটি ভেঙে দেয় । আমরা প্রতিবাদ করেছিলাম । তার জেরে ওরা এদিন বিকালে আমাদের বাড়ির পাঁচিল টপকে ঢুকে বাড়ির লোকজনদের বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে । বাড়ির মহিলা ও আত্মীয়দেরও ছাড়া হয়নি । দুইজন পুরুষ চারজন মহিলা গুরুতর জখম হয়েছেন ।’
অন্যদিকে মহম্মদ মোল্লার অনুগামী রাফিজুল মল্লিক বলেন, ‘পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে । এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘কয়েকদিন আগে মন্টুদের বাড়ির লোকরা আমাদের নামে আজেবাজে কথা বলছিল । আমরা তার প্রতিবাদ করেছিলাম । তার ফলে এদিন বিকেলে ওদের সঙ্গে অল্পবিস্তর কথা কাটাকাটি হয় । সেই সময় ওরা আমাদের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে মারধর করে । আমাদের দু’জন আহত হয়েছেন ।’
যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও তরফ থেকেই এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে ।।