এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৮ আগস্ট : ছাত্র পরিষদের সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনে “জয় বাংলা” শ্লোগান দিয়ে আক্রান্ত হলে দুই তৃণমূল নেতা । আক্রান্ত দুই নেতার নাম অর্ণব রায় এবং রাজা রায়। তাদের মধ্যে অর্ণব ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের ছেলে । এই হামলার ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল । অন্যদিকে ঘটনাটিকে গনরোষের বহিঃপ্রকাশ বলে দাবি করেছে গেরুয়া শিবির । এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।
জানা গেছে, আজ, বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সভা ছিল । সেই সভায় যোগ দিতেই এদিন সকালে হুগলির ডানকুনি থেকে ট্রেনে কলকাতায় যাচ্ছিলেন অর্ণব রায়, রাজা রায়,শেখ হাসিবুলসহ কয়েকজন তৃণমূল কর্মী৷ লিলুয়া থেকে ট্রেনটি যখন ছেড়ে হাওড়া স্টেশনের দিকে যাওয়ার সময় তারা “জয় বাংলা” শ্লোগান দেন৷ এতে এক সহযাত্রীরা ক্ষিপ্ত হয়ে অর্ণব ও রাজাকে বেদম পিটিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । দু’জনকেই চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় রেল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল । এই অভিযোগ তুলে তৃণমূলের লোকজন হাওড়া রেলস্টেশনের সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখায় ।।