এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ মার্চ : লাইভ চলাকালীন বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিকের উপর হামলা চালালো তৃণমূলের নেতা । রাস্তা দখল করে অবৈভাবে বিজ্ঞাপনের গেট নির্মান করা হয়েছিল মালদা জেলার চাঁচলে । সেই গেট আচমকা ভেঙে পড়লে বাইক আরোহী দুই ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । সিএন নিউজের সাংবাদিক অভিষেক তৃণমূল নেতাদের এনিয়ে প্রশ্ন করতেই তারা লাইভ চলাকালীনই সাংবাদিককে ধাক্কাধাক্কি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় । সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে ঘটনাস্থলে তখন পুলিশ উপস্থিত ছিল । কিন্তু পুলিশ কার্যত নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে । জানা গেছে,হামলাকারীরা হল চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোক্তার হোসেন ও এক পঞ্চায়েত সদস্য অমিতেষ পান্ডে ।
সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি হামলার মুহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন,পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুষ্কৃতীরাজে এখন পশ্চিমবঙ্গ মানে শুধুই নৈরাজ্য! প্রতিদিন বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতা কর্মীদের হুমকি, খুনের ঘটনা রাজ্যের সমস্ত প্রান্তে। এমনকি সাধারণ মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষীত দুষ্কৃতীদের আতঙ্কে কাঁপছে। তাঁবেদার পুলিশ প্রশাসন এবং কুখ্যাত গুন্ডাদের ব্যবহার করে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চলছে সমস্ত বাংলায়। আর দিদির বাংলায় সংবাদমাধ্যম এর পরিস্থিতি?’
তিনি আরও লিখেছেন,’একবার দেখুন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আজকের ভয়ংকর ছবি! মালদহের চাঁচলে একটি দুর্ঘটনার খবর করতে গিয়ে শাসকদলের জনপ্রতিনিধিদের হাতেই আক্রান্ত হতে হলো পশ্চিমবঙ্গের একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে। স্থানীয় পঞ্চায়েতের পদাধিকারীকে অপ্রিয় প্রশ্ন করতেই সরাসরি গায়ে হাত দিয়ে প্রাণ সংশয়ের হুমকি দিলেন তৃণমূলের দুই নেতা। একজন কর্তব্যরত সাংবাদিককে অশালীন ভাষায় কটূক্তিও করা হলো! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের উপর বারংবার আক্রমনের ঘটনা ব্রিটিশ আমলের বর্বরতাকেও ছাপিয়ে যাচ্ছে। ছিঃ!’
ঘটনার বিবরণে জানা গেছে,উত্তর মালদা বইমেলা উপলক্ষে চাঁচল লাইব্রেরী গেটের কাছে ৮১নং জাতীয় সড়কের উপর এক বেসরকারি বিদ্যালয়ের ওভারহেড বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল। কিন্তু আজ রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ সেই গেট ভেঙে পড়ে । সেই সময় রাস্তা দিয়ে একটি বাইকে চড়ে যাচ্ছিলেন দুই আরোহী । গেটটি তাদের উপর পড়লে দুই আরোহী বাইক থেকে ছিটকে পড়ে । গুরুতর আহত হয় তারা । এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতে সদস্য অমিতেষ পান্ডেকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর সংগ্রহ করতে ছুটে যান। ওই সময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোক্তার হোসেন এবং গ্রাম পঞ্চায়েত সদস্য অমিতেষ পান্ডে সি এন নিউজের সাংবাদিকের উপর হামলা চালায় । সেই সময় ঘটনাস্থলে ইউনিফর্ম পরা চাঁচল থানার একজন পুলিশ কর্মীকে সেখানে দেখা গেছে । তিনি কার্যত নির্বিকার দর্শকের ভূমিকা পালন করেন। যদিও পরে উপস্থিত সাংবাদিক ও ওই পুলিশকর্মী সিএন নিউজের সাংবাদিককে সেখান থেকে সরিয়ে দেয় ।।