এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,০৭ জুন : পাকিস্থানে দুটি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে । নুন্যতম ৬৪ জন জখম হয়েেছ বলে স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে খবর । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । সোমবার ভোর প্রায় ৩.৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্থানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ডহারকী এলাকায় । ঘোটকি জেলার এসএসপি উমর তুফাইল জানিয়েছেন, নিহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । সেনা অফিসার ও রেঞ্জার্সের কর্মীরা ঘোটকির দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছেন । তাঁরা উদ্ধার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন এসএসপি । এদিকে এদিন সকালে এক টুইট বার্তায় ঘটনার “পূর্ণাঙ্গ তদন্ত”- এর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
স্থানীয় সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দূর্ঘটনাগ্রস্থ ট্রেনদুটি হল মিল্লত এক্সপ্রেস ও সর সৈয়দ এক্সপ্রেস । এদিন ভোরে করাচী থেকে সরগোধা যাচ্ছিল মিল্লত । অন্যদিকে সৈয়দ এক্সপ্রেস রাওলপিন্ডি থেকে করাচি আসছিল । ভোর ৩.৪৫ নাগাদ ঘোটকী জেলার ডহারকী এলাকায় এলে মিল্লতের একাধিক বগি নিয়ন্ত্রন হারিয়ে অন্য ট্রাকে গিয়ে উলটে পড়ে । এদিকে তখন বিপরীত দিক থেকে আসছিল সৈয়দ এক্সপ্রেস । মিল্লতের উলটে পড়া বগিগুলির সঙ্গে সংঘর্ষ হয় সৈয়দ এক্সপ্রেসের । দুর্ঘটনায় মিল্লতের ৮ টি বগি ও সৈয়দের ইঞ্জিনসহ ৪ টি বগি ট্রাকের বাইরে চলে যায় । দুর্ঘটনার জেরে দুই ট্রেনের অনেক যাত্রী হতাহত হন ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, “আজ ভোরে ঘোট্কিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০ জন যাত্রী মারা গেছেন । রেলমন্ত্রীকে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারের সহায়তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে ।” পাশাপাশি তিনি জানান, রেলওয়ে নিরাপত্তার ত্রুটির কারনে এই ঘটনা ঘটেছে কিনা দেখার জন্য পূর্ণাঙ্গ তদন্তের(comprehensive investigation) নির্দেশ দেওয়া হয়েছে ।।