নীল পাঠক,নন্দীগ্রাম(পুর্ব মেদিনীপুর) ,২৩ নভেম্বর ঃ কথায় আছে ‘চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা’। কিন্তু এই ‘,মহাবিদ্যা’র প্রয়োগ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই চোর । ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নন্দীগ্রাম-১ ব্লকের মানিকপুর সমবায় সমিতিতে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । চুরির চেষ্টার ঘটনায় সমবায় সমিতির তরফ থেকে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় ও সমবায় সমিতি সুত্রে খবর,রবিবার গভীর রাতে মানিকপুর সমবায় সমিতিতে হানা দেয় ওই তিন চোর । সমবায়ের গেটের তালা ভেঙে দু’জন ভেতরে ঢোকে৷ তৃতীয়জন তখন বাইরে পাহাড়া দিচ্ছিল । কিন্তু তার আগেই নন্দীগ্রাম থানার পুলিশের কাছে আগাম খবর চলে গিয়েছিল ।এদিকে সমবায়ের ভিতরে ঢোকা দুই চোর যখন সবে মাত্র হাত সাফাই করতে শুরু করেছে ঠিক তখন ঘটনাস্থলে অবতীর্ন হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ চোরের দলকে কার্যত ঘিরে ফেলে । শেষে সমিতির ঘরের ভিতরে ঢোকা দু’জন হাতেনাতে ধরা পড়ে গেলেও তৃতীয় জন পুলিশকে দেখেই চম্পট দেয় । পুলিশ তার সন্ধান চালাচ্ছে৷
সমবায় সমিতির সম্পাদিকা মিঠুরানি বেরা বলেন, “রবিবার রাত দেড়টা নাগাদ স্থানীয় এক সিভিক ভলান্টিয়ার আমাকে ফোন করে ঘটনার কথা জানান। তখনই আমি সমিতিতে ছুটে যাই। গিয়ে দেখি প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছেন। সমিতির দরজা ভাঙা। জানতে পারি চুরি করতে এসে ২ জন ধরা পড়ে গেছে। এজন্য নন্দীগ্রাম থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই।’ পাশাপাশি তিনি জানিয়েছে,ধৃতদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যাবস্থা নেওয়া হয় তার জন্য তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন । তবে সমবায়ের অফিস থেকে কোনও টাকা পয়সা বা জরুরি কাগজপত্র খোওয়া যায়নি বলে জানিয়েছেন মিঠুরানীদেবী ।।