এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ ডিসেম্বর ঃ কালী মন্দিরের দেবীর গহনা ও প্রনামীর টাকা পয়সা রাখা হত মন্দিরের পাশের একটি দোকানে । রবিবার রাতে ওই দোকানের শাটার ভেঙে ওই সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতিরা । ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরির কিনারা করল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া মালপত্রসহ দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হল । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম ধৃতদের নাম বিকাশ মণ্ডল বয়স(১৯) ও বিকি ভাস্কর(২২) । ইংরেজবাজার শহর এলাকাতেই তাদের বাড়ি । প্রথম জন কুলি পাড়ার বাসিন্দা । দ্বিতীয়জনের বাড়ি বুড়াবুড়ি তলায় । সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয় ।
ইংরেজবাজার শহরের এলআইসি মোড় এলাকায় রয়েছে ওই কালী মন্দিরটি । জানা গেছে,প্রতিদিন রাতে পুজোর পর দেবীর সোনা-রুপোর গহনা ও প্রনামীর টাকা পয়সা পাশের একটি দোকানে রাখা হত । মন্দিরে থাকলে চুরি হয়ে যেতে পারে এই আশঙ্কাতেই টাকা পয়সাসহ দেবীর অলঙ্কার খুলে দোকানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।
জানা গেছে, রবিবার রাতে সন্ধ্যারতির পর যথারীতি প্রনামীর যাবতীয় টাকা পয়সা ও দেবীর সমস্ত গহনা খুলে ওই দোকানে রেখে দেন মন্দিরের পুরোহিত । কিন্তু সোমবার সকালে দোকানদার দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা অবস্থায় রয়েছে । তিনি ভিতরে ঢুকে দেখেন দেবীর সমস্ত গহনা ও মন্দিরের টাকা পয়সা চুরি হয়ে গেছে । এনিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নামে পুলিশ । তারপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইংরেজবাজার শহরের বুড়াবুড়ি তলা ও কুলি পাড়া এলাকা থেকে ওই দুই চোরকে বমাল গ্রেপ্তার করে ।
পুলিশ জানিয়েছে,ধৃতদের কাছ থেকে বেশ কিছু রুপার গহনা, দেবী মুর্তির কপালের সোনার টিপ ছাড়াও বেশ কিছু টাকা পয়সা ও একটি প্রিন্টার মেশিন উদ্ধার হয়েছে। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ ।।