এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : বড়সড় নাশকতা চালানোর আগেই গ্রেফতার হল দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা দুই সন্ত্রাসবাদী । জানা গেছে,শনিবার রাজ্য পুলিশের এসটিএফ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানার চন্দননগর দেউলপোতা এলাকা থেকে থেকে সমীর হোসেন শেখ নামে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে । প্রায় একই সময়ে মুম্বাইয়ের নির্মল নগর থেকে মুম্বাই এটিএস গ্রেফতার করে অপর সন্ত্রাসবাদী সাদ্দাম হোসেন খানকে । ধৃতদের মধ্যে সাদ্দামের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার পারুলিয়া কোস্টাল থানা এলাকায় । পাশের গ্রামের বাসিন্দা সমীর হোসেন শেখ ।
জানা গেছে,ধৃত দু’জনেই কোয়াটুল হিন্দ নামে একটি নতুন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বলে জানতে পেরেছে তদন্তকারী দল । ভারতের বিভিন্ন বড় শহরে নাশকতার ভার ছিল এই দুই সন্ত্রাসবাদীর উপর । এছাড়া তাদের উপর ছিল সন্ত্রাসবাদী সংগঠনের জন্য নতুন সদস্য নিযুক্ত করার দায়িত্বও । আর অত্যন্ত গোপনে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল এই দুই সন্ত্রাসবাদী ।
কিন্তু ধৃত দু’ জনের বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগাম খবর পেয়ে যায় । তারপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে সতর্ক করে দেওয়া হয় মুম্বাই পুলিশের এটিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফকে । এদিন প্রথমে মুম্বাই এটিএস গ্রেফতার করে সাদ্দাম হোসেন খানকে । তারপর মুম্বাই এটিএস-এর কাছ থেকে খবর পেয়ে সমীর হোসেন শেখকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ।
সমীর হোসেন শেখকে এদিন বারাসত আদালতে তোলা হয় । পাশাপাশি সাদ্দাম হোসেন খানকে বান্দ্রা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানায় রাজ্য পুলিশের এসটিএফ । পরে দুই সন্ত্রাসবাদীকেই মুম্বাই এটিএস নিজেদের হেফাজতে নিয়ে পারে বলে সুত্রের খবর ।।