এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : কলকাতার ২০০ স্কুলে টাইমার বোমা লাগিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠালো দুই সন্ত্রাসী । জানা গেছে,আজ সোমবার দুপুর ১২ টা বেজে ২৪ মিনিটে লালবাজারের মেল আইডিতে ‘doll’ নামে একটা অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে,’এই মেসেজটি সকলের জন্য । ক্লসরুমের ভিতর বোম লাগানো হয়েছে । আগামী কাল সকালে পড়ুয়ারা যখন স্কুলে আসবে তখন এটি অফ হয়ে গিয়ে বিস্ফোরিত হবে । আমাদের একটাই লক্ষ্য যে যত বেশি সংখ্যক মানুষের রক্ত ঝরানো । এই আক্রমণটি ‘ching’ এবং ‘doll’ নামে দুই সন্ত্রাসীর দ্বারা করা হচ্ছে ।’ এদিকেই মেল পাওয়ার পরই লালবাজারে তরফে বুলবুলি সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় । পাশাপাশি স্কুলে পাঠানো হয় বোম স্কোয়াড । সকাল থেকেই এই ঘটনাটাকে ঘিরে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে কলকাতায় । তবে ওই মেইলটি ভূয়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে পুলিশ ।
এর আগে চলতি বছরের জানুয়ারী মাসে কলকাতার মিউজিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ‘টেরোরাইজার ১১১’ নামের একটি সংগঠন । যদিও তখন মিউজিয়াম থেকে কোন টাইমার বোমা উদ্ধার হয়নি । তবে ২০০ স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিকে হালকাভাবে নিচ্ছে না কলকাতা পুলিশ ।।