এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০১ মার্চ : সপ্তাহান্তে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় কুমার নাথকে হত্যার পিছনে পদগামপোরা অবন্তিপোরা এনকাউন্টারে নিহত দুই জঙ্গির মধ্যে একজন ছিল বলে মঙ্গলবার জানিয়েছেন কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক বিজয় কুমার । তিনি জানান,একজন জঙ্গিও মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল । মসজিদের কোনও ক্ষতি ছাড়াই তাকে কৌশলে নিষ্ক্রিয় করা হয় । তিনি বলেন,’পবিত্র স্থানের পরিপ্রেক্ষিতে চরম সতর্কতা এবং সীমিত ফায়ার পাওয়ার ব্যবহার করা হয়েছিল। ভিতরে প্রার্থনারত সাধারণ মানুষদের সময়মতো সরিয়ে নেওয়া হয়েছে যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় ।’ তিনি বলেন, ‘দ্বিতীয় জঙ্গির সন্ধান শুরু করে জানা যায় সে একটি পার্শ্ববর্তী ভবনের একটি বাথরুমের মধ্যে লুকিয়ে রয়েছে । তাকে নিরপেক্ষ করার আগে ভবন থেকে ১৪ জন মানুষকে উদ্ধার করা হয় ।’
তিনি বলেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন মালংপোরার বাসিন্দা আকিব মুশতাক ভাট (এ ক্যাটাগরি) । সে হিজবুল মুজাহিদীন(এইচএম)-এর সাথে যুক্ত ৷ অন্য সন্ত্রাসবাদী হল সয়দাবাদ পাস্তুনা ত্রালের আইজাজ আহমেদ ভাট (সি-ক্যাটাগরি) । গত কয়েক মাস ধরে এলইটি (টিআরএফ) এর সাথে কাজ করছিল । এছাড়া জেইএম-এর সাথে এবং এইচএম এবং এলইটির সাথে সমন্বয় করে কাজ করত আইজাজ । আকিব ২০২১ সালের জানুয়ারী থেকে সক্রিয় ছিল এবং আইজাজ ২০২২ সালের মে থেকে সক্রিয় ছিল ।
তিনি বলেছেন,এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে উভয় জঙ্গি বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে যোগ দিয়েছিল। তারা সংখ্যালঘু, বহিরাগত, অন্যান্য দুর্বল লক্ষ্যবস্তু এবং নিরাপত্তা বাহিনীকে আক্রমণের ষড়যন্ত্র করার জন্য একত্রিত হয়েছিল । ধৃতদের কাছ থেকে তিনি বলেন, ১টি একে-৪৭ রাইফেল, ১টি একেএস-৭৪ইউ রাইফেল, ১টি পিস্তল, ২টি গ্রেনেড, ২ টি পাউচ, ৫ টি একে ম্যাগাজিন, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং ২টি আধার কার্ড উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বিজয় কুমার ।।