এইদিন ওয়েবডেস্ক,কাশ্মীর,০১ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের গান্ডারবালে বিপুল গোলাবারুদ ও নগদ টাকাসহ এক মহিলা ও এক পুরুষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃত সন্ত্রাসীরা হল : বান্দিপোরা জেলার হাজিন এলাকার বাসিন্দা মোহাম্মদ সুবহান মীরের ছেলে গোলাম নবী মীর এবং গান্দেরবাল জেলার শালাবাগের বাসিন্দা নাজির আহমেদ গণির মেয়ে শাবনুম নাজির । ধৃতদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল,একটি পিস্তল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল কার্তুজ,২ টি হ্যান্ড গ্রেনেড এবং নগদ ৮,৪০,৫০০/- টাকা ।
বুধবার সন্ধ্যায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এর সাথে সমন্বয় করে গান্ডারবাল থানা পুলিশ গুন্ড্রেহমান ব্রিজের কাছে একটি অভিযান পরিচালনা করে । পুলিশ JK15B-7309 নম্বরের একটি সন্দেহজনক লোড ক্যারিয়ার আটক করে তল্লাশি শুরু করে । আর তখনই বিপুল পরিমান গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার হয় ।
পুলিশ জানতে পেরেছে যে গোলাম নবী মীর ও শাবনুম নাজির সন্ত্রাসীদের সহযোগী হিসাবে কাজ করছিল । উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র ও নগদ টাকা তারা কোনো সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় গান্দেরবাল পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং নগদ অর্থের উৎস, উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগসূত্র নিশ্চিত করার জন্য আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ । গান্ডারবাল পুলিশ জেলায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জনসাধারণকে সহযোগিতা করার এবং দেশবিরোধী বা অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত যেকোনো তথ্য ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।।

