এইদিন ওয়েবডেস্ক,বামিয়ান,২২ মে : তালিবানে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে তালিবান জঙ্গিদের হাতে বেদম মার খেলেন দুই শিক্ষিকা ৷ সোমবার ঘটনাটি ঘটেছে আফগানিস্থানের বামিয়ানে । প্রহৃত দুই শিক্ষিকার নাম জাহরা হায়দারি ও শরিফা রোস্তামি । তারা বামিয়ানের কেন্দ্রস্থলে দারুল উলূমে শিক্ষকতা করেন । তবে তালিবান জঙ্গিরা তাদের আচমকা কেন মারধর করল তা স্পষ্ট নয় । এই বিষয়ে তালিবানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি । তবে সূত্রের খবর,দুই শিক্ষিকাকে বামিয়ান প্রদেশের পুলিশ সদর দফতরে তুলে নিয়ে যাওয়া হয়েছে ।
জানা গেছে,বামিয়ানের চরসাম্বলি বামিয়ান দার আল-মুলাম্মিন ভবনে একটি জিহাদি প্রশিক্ষণ খুলেছে তালিবান । এদিন সকালে ওই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে গিয়েছিল তালেবানের শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আজম । মন্ত্রী সেখানে পৌঁছতেই দুই শিক্ষিকা তাকে স্বাগত জানাতে যায় । কিন্তু কোনো এক অজানা কারনে মন্ত্রীর ইশারায় তালিবানের জঙ্গিরা দুই শিক্ষিকাকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুঁসি ও লাথি মারতে মারতে সেখান থেকে তুলে নিয়ে যায় । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চরসাম্বলি বামিয়ান দার আল-মুলাম্মিন ভবনটি আগে ছাত্রাবাস ছিল । কিন্তু বর্তমানে সেটিকে জিহাদি প্রশিক্ষণ আখরায় পরিনত করেছে তালিবানরা ।।