এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লী,০৪ মে : টাকা চুরির সন্দেহে দিল্লির নার্সিং কলেজের দুই ছাত্রীকে নগ্ন করে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির এলএনজেপি হাসপাতালের অহিল্যাবাই কলেজ অফ নার্সিং-এ।পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ । মিডিয়া রিপোর্টে জানা গেছে,বিএসসি নার্সিং-এর তৃতীয় বর্ষের ওই দুই ছাত্রী কলেজের অন্যান্য ছাত্রী এবং ওয়ার্ডেনের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিতে মান্ডি হাউস এলাকায় গিয়েছিল । সেই সময় ওয়ার্ডেন দেখতে পান যে তার ব্যাগে ৮,০০০ টাকা নেই । ওয়ার্ডেনের সন্দেহ হয় ওই দুই ছাত্রীই তার টাকা চুরি করেছে । এরপর ওয়ার্ডেনের নির্দেশে ওই দুই ছাত্রীকে নগ্ন করে তল্লাশি চালায় কলেজের বাকি ছাত্রীরা ।
জানা গেছে, ঘটনার পর উভয় ছাত্রীর পরিবার কলেজ প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জানায় । অভিযোগ পেতেই অভিযুক্ত ওয়ার্ডেনকে হোস্টেল থেকে বদলি করে দেওয়া হয় । পাশাপাশি আইপি এস্টেট থানায় একটি অভিযোগও দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে আইপিসি ৩৫৪ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ । দিল্লির আইপি এস্টেট থানার পুলিশ জানিয়েছে, মামলাটি তিলক মার্গ থানায় স্থানান্তর করা হবে ।।