এইদিন ওয়েবডেস্ক,বান্দরবান,১৭ মে : বাংলাদেশের বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত হামলায় নিহত হয়েছে বাংলাদেশের দুই সেনাকর্মী । আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা । বুধবার বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রুমা উপজেলায় কেএনএ সশস্ত্র বাহিনীর আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনাটি ঘটে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জারুলছড়ি পাড়ায় সশস্ত্র কেএনএ সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সুংসুংপাড়া ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সুংসুংপাড়া ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে অভিযান চালায় । দুপুর প্রায় ১.৪৫ নাগাদ বাহিনী জারুলছড়িপাড়ার পানির ছড়ার কাছাকাছি পৌঁছলে কেএনএ সন্ত্রাসীরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায়, সেই সঙ্গে সেনা বাহিনীর উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে । এতে দুইজন সেনা আধিকারিক ও দুইজন জওয়ান আহত হয় । আহতদের হেলিকপ্টারে করে দ্রুত চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় । আহত দুই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
প্রসঙ্গত,বাংলাদেশের বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার ঘন জঙ্গলে আস্তানা গেড়েছে চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) । সেখান থেকেই তারা নাশকতার কাজ চালিয়ে যাচ্ছে । গত মার্চ মাসেও বান্দরবানে কেএনএর গুলিতে সেনা বাহিনীর এক সদস্য নিহত ও দুইজন আহত হয়েছিল । এছাড়া অর্থের বিনিময়ে তারা বাংলাদেশের নতুন সন্ত্রাসবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে । গত বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নতুন এই জঙ্গি সংগঠনের ৬৮ জন এবং কেএনএর ১৭ জনকে সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) । উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি-বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও উগ্রবাদী ও গুরুত্বপূর্ণ ভিডিও । তারপর থেকেই ওই দুই সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপর লাগাম টানতে তৎপর হয়ে ওঠে বাংলাদেশের সেনাবাহিনী ।।