এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান), ০২ মার্চ : এক ব্যবসায়ীকে রাস্তায় আটকে মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৬৫ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন ছিনতাই করে চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতি । তারপর কোনও রকমে থানায় এসে পুলিশকে ঘটনার কথা জানান কৌশিক সাহা(৩২) নামে ওই ব্যাবসায়ী ৷ শেষে ছিনতাইয়ের ঘটনার ঘন্টা খানেকের মধ্যেই আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হল পূূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ । পাশাপাশি চারটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মদন শেখ(২৪) ও বাপ্পা মাঝি(৪৩)। ধৃতদের মধ্যে প্রথম জন মঙ্গলকোট থানার কামালপুর গ্রামের বাসিন্দা । দ্বিতীয় জনের বাড়ি মঙ্গলকোটের জহরপুর গ্রামে । সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তুলে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
জানা গেছে, ভাতারের বামশোর গ্রামে বাড়ি কৌশিক সাহা নামে ওই যুবকের । বলগোনা বাজারে তাঁদের একটি মদের দোকান রয়েছে । তিনি রোজ বাড়ি থেকে দোকানে বাইক নিয়ে যাতায়ত করেন । দূরত্ব কম হওয়ায় ভূমশোর গ্রামের পাশে ক্যানেলের বাঁধের উপর রাস্তা দিয়েই সাধারনত তিনি যাতায়ত করেন বলে জানিয়েছেন কৌশিকবাবু ।
তিনি জানিয়েছেন, সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি যখন বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন সেই সময় ভূমশোর গ্রামের পাশে ক্যানেল বাঁধের রাস্তায় একটি বাইক নিয়ে মুখ ঢাকা তিন দুষ্কৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখেন । তিনি কাছাকাছি যেতেই ওই তিনজন তাঁর পথ আটকায় । তাঁকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে । শেষে মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁর কাছ থেকে ৬৫ হাজার টাকা, তিনটি স্মার্টফোন, একটি সোনার লকেট, হাতঘড়ি ও বাইকের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,দুষ্কৃতিরা তাদের বাইকে চড়ে চলে যাওয়ার পর কৌশিকবাবু তাঁর নিজের বাইকটি কোনও রকমে ঠেলে ঠেলে বাড়িতে নিয়ে আসেন । তারপর বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে ভাতার থানায় এসে পুলিশকে ঘটনার করা জানান ।
জানা গেছে,ওই যুবকের কাছ থেকে ঘটনার কথা শোনার পরেই এলাকার বিভিন্ন রোডে নাকাচেকিং শুরু করে দেয় পুলিশ । শেষে ভাতারের কালুত্তক গ্রামের কাছে ক্যানেলপাড়ের রাস্তায় বাইক আরোহী দুই দুষ্কৃতিকে পুলিশ ধরে ফেলে । দুষ্কৃতিদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, লাঠি ও কিছু টাকা উদ্ধার করে পুলিশ । পাশাপাশি দুষ্কৃতিদের বাইকটিকে আটক করা হয় । পুলিশ জানিয়েছে, এই চক্রে যুক্ত বাকিদের সন্ধান চালানো হচ্ছে ।।