এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১০ জুন : টিফিনের কেক কিনতে যাওয়ার নাম করে স্কুল থেকে বেরিয়ে উধাও হয়ে গেল নদীয়া জেলার শান্তিপুরের একটি গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ২ ছাত্রী । নিখোঁজ দুই ছাত্রীর নাম অঙ্কিতা দত্ত ও অন্বেষা সাধুখাঁ । তারা শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে । স্কুলের নিরাপত্তা রক্ষীর নজর এড়িয়ে পিছনের গেট দিয়ে বেরিয়ে যায় তারা । দুপুর নাগাদ স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে দুই ছাত্রীর পরিবারের লোকজন । মেয়ে দুটিকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে শান্তিপুর থানায় নিখোঁজ ডাইরি করেছেন তারা । এরপর দুই ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযানে নামে পুলিশ ।
জানা গেছে,শান্তিপুরের গাইগাছি পাড়ার বাসিন্দা সোমনাথ দত্ত ও চম্পা দত্তর মেয়ে অঙ্কিতা । অন্যদিকে অন্বেষা পার্শ্ববর্তী পাড়ার বাসিন্দা সুখেন সাধুখাঁর মেয়ে । চম্পা দত্ত বলেন,’প্রতিদিন আমি মেয়েকে স্কুলে দিয়ে যায় এবং সঙ্গে করে নিয়ে যাই । আজকেও ১০:১০ নাগাদ আমি মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি । তারপর আমি বাড়ি চলে আসি । কিন্তু দুপুরে একটা নাগাদ স্কুল থেকে ফোন করে বলা হয়েছে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না ।’ একই কথা বলেছেন সুখেন সাধুখাঁ । তিনি বলেন,আমি ২০:১৫ নাগাদ মেয়েকে বাইকে চাপিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসি । দুপুরে একটা নাগাদ আমাদের স্কুল থেকে ফোন করে বলা হয় যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন,’তারপর স্কুলের সিসিটিভি ক্যামেরায় খতিয়ে দেখে কর্তৃপক্ষ জানতে পারে যে ১০:২৬ নাগাদ দু’জন স্কুলের পিছনের গেট দিয়ে বেরিয়ে চলে গেছে । তিনি বলেন, আমাদের মেয়ে ফোন ব্যবহার করে না । এমনকি রাস্তাতেও বের হয় না । কোথায় গেল কিছুই বুঝতে পারছি না ৷’
জানা গেছে,স্কুলে ঢোকার পর অঙ্কিতা ও অন্বেষা তাদের সহপাঠীদের জানায় যে তুলতুলে টিফিনের জন্য কেক কিনতে যাচ্ছে ৷ এরপর তারা স্কুলের মূল গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে । কিন্তু নিরাপত্তা রক্ষী তাদের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি ৷ এরপরেই তারা স্কুলের পিছনের গেট দিয়ে বেরিয়ে পরে । এদিকে
দীর্ঘক্ষন ধরে তারা স্কুলে না ফেরায় সহপাঠীরা ঘটনার কথা স্কুলের প্রধান শিক্ষিকা তপতী মুখার্জীকে জানায় । এরপর দুই ছাত্রীর বাড়িতে বিষয়টি জানান প্রধান শিক্ষিকা । খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে শুরু করে । কিন্তু মেয়ে দুটির তারা কোনো হদিশ করতে পারেননি । ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে স্কুলের পিছনের গেট দিয়ে দুই ছাত্রীকে লাল-সাদা ইউনিফর্ম পরে কাধে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায় ।
জানা গেছে,দুই ছাত্রীর স্কুল থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে থানায় জানায় স্কুল কর্তৃপক্ষ । স্কুলের সিসিটিভির যাবতীয় ফুটেজও পুলিশকে হস্তান্তর করা হয় । পরে পরিবারের লোকজন নিখোঁজ ডাইরি করেন । এরপর পুলিশ গুপ্তিপাড়া ফেরিঘাট, শান্তিপুর রেলস্টেশন সহ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে । নিখোঁজ দুই ছাত্রীকে শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের সামনে থেকে টোটোয় উঠতে দেখেছে কয়েকজন,বলে জানা গেছে । সেই সূত্রে টোটোর যাত্রাপথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সন্দেহ যে তাদের ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে । এদিকে একসঙ্গে দুই ছাত্রী স্কুল থেকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গেছে এলাকায়।।

