এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : কাটোয়া বিধানসভায় সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়ে জট আরও বাড়ল । বৃহস্পতিবার পৃথকভাবে মনোনয়ন পত্র জমা করলেন কংগ্রেস ও সিপিএমের প্রার্থীরা । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন সিপিএমের প্রার্থী সুদীপ্ত বাগচি । এদিকে সুদীপ্তবাবু মনোনয়ন জমা করার পর বেড়িয়ে আসতেই মনোনয়ন জমা করতে ঢোকেন কংগ্রেসের প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায় । মহকুমা শাসকের ভবনের সিড়িতে তাঁদের দু’জনের মধ্যে মুখোমুখি হলেও কোনও কথা হয়নি বলে জানা গেছে । অথচ মনোনয়ন জমা দেওয়ার পর তাঁরা উভয়েই সাংবাদিকদের কাছে দাবি করেন ঐক্যবদ্ধভাবে ভোটে লড়াই করবেন । এই পরিস্থিতিতে মোর্চার প্রার্থী নিয়ে দুই জোট শরিকের মধ্যে টানাপোড়েনের নিষ্পত্তি কখন ও কিভাবে হয় সেদিকে তাকিয়ে উভয় দলের কর্মী ও সমর্থকরা ।
কাটোয়া বিধানসভার আসনে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রবীর গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষনা হতেই শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ । কাটোয়ায় কংগ্রেসের একটা বৃহত্তর অংশ প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছেন । এমনকি প্রার্থী বদল না করা হলে ভোটের প্রচারে অংশগ্রহন করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা । ফলে অনান্য রাজনৈতিক দলগুলি যখন পুরোদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে সেখানে এযাবৎ প্রচার শুরু করতে পারেননি কংগ্রেস প্রার্থী । এমনকি দলীয় নেতা কর্মীদের বিক্ষোভের জেরে কংগ্রেস প্রার্থী তাঁর নির্বাচনী ক্ষেত্রে ঢুকতেই পারেননি বলে জানা গেছে ।
এই পরিস্থিতিতে সিপিএমের তরফ থেকে সুদীপ্ত বাগচিকে প্রার্থী হিসাবে ঘোষণা করে দেয় । এমনকি দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে সিপিএম । তাঁকে ‘ডামি প্রার্থী’ হিসাবে ঘোষণা করে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেসের জোট শরিক । কিন্তু এদিন দু’দলের প্রার্থীকেই মনোনয়ন জমা দিতে দেখা যায় । এর ফলে সংযুক্ত মোর্চার দুই শরিক দলের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হল বলে মনে করছেন রাজনৈতিক মহল । এই অবস্থায় দুই দলের কর্মীদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ।
যদিও কংগ্রেস প্রার্থী প্রবীর গঙ্গোপাধ্যায় দাবি করেন, ‘উভয় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা করেই একজন ডামি প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে । তবে আমিই কাটোয়া থেকে ভোটে লড়বো । আমরা ঐক্যবদ্ধভাবেই ভোটে লড়ছি ।’
অন্যদিকে সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচিও ঐক্যবদ্ধভাবে ভোটে লড়ার দাবি করেছেন । তবে শেষ পর্যন্ত সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কোন দলের প্রার্থী ভোটে লড়বে সে বিষয়ে নিরুত্তর থেকেছেন তিনি ।।