এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১২ আগস্ট : বীরভূমে বাইক দূর্ঘটনায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার । আরও এক পড়ুয়া গুরুতর আহত হয়েছে । বৃহস্পতিবার সকালে দূর্ঘটনাটি ঘটে বীরভূম জেলার লোকপুর থানার বারাবন জঙ্গলে । পুলিশ জানায় মৃতদের নাম নমোজিৎ গোপ ও জয়দেব ঘোষ । তাদের বাড়ি খয়রাসোল এলাকায় । আহত কিশোর লোকপুর থানার সারসা গ্রামের বাসিন্দা আয়ুশ বাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । নিহত ও আহত পড়ুয়াদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানা গেছে । মৃতদেহদুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।
৷ স্থানীয় সুত্রে জানা গেছে, নমোজিৎ গোপ, জয়দেব ঘোষ ও আয়ুশ বাগ একই ক্লাসে পড়াশোনা করে ।এদিন সকালে তিন বন্ধু মিলে একটি বাইকে চড়ে লোকপুর থেকে খয়রাসোলর দিকে যাচ্ছিল । কিন্তু বারাবন জঙ্গলের মাঝে একটি বাঁকের কাছে আসতেই বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয় । তিন বন্ধুই বনের মধ্যে ছিটকে পড়ে । তিন জনেই গুরুতর জখম হয় । তবে নমোজিৎ ও জয়দেবের মাথায় গুরুতর চোট লাগে ।
জানা গেছে,সেই সময় এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিলেন লোকপুর থানার এএসআই জীবন সরেন । তিনি খবর পেতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে ছোটেন । তারপর পুলিশ ভ্যানে চাপিয়ে ৩ জনকে স্থানীয় নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যান । কিন্তু নমোজিৎ ও জয়দেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আয়ুশের আঘাত গুরুতর হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।