এইদিন ওয়েবডেস্ক,নোয়াখালী,১৬ জুন : বাংলাদেশের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরকে শিরোচ্ছেদ করে খুনের ঘটনা ঘটেছে । মৃতের নাম মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) । সে
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০ নম্বর ক্লাস্টারের বাসিন্দা মৃত আবদুল মালেকের ছেলে । এই ঘটনায় গ্রেফতার হয়েছে দুই রোহিঙ্গা কিশোর । ধৃতরা হল ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) এবং ২৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭) । বৃহস্পতিবার দুপুরের দিকে ওই দুই আসামিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পূর্ব শক্রতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে । আজ শুক্রবার দুপুরে ধৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জেরে গত ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ । পাশাপাশি তার হাত ও পায়ের শিরা কেটে দেওয়া হয় । গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধ এলাকা থেকে জাহিদের ক্ষতবিক্ষত পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কিশোর কায়সার ও জালালের যোগসূত্র পাওয়া যায় । তাদের আটক করে ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা । পরে তাদের দেখানো নির্দিষ্ট জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও মৃতের মোবাইল ফোন উদ্ধার করা হয় ।।

