এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর : বেপরোয়াভাবে বাইক চালানোর সময় পথদুর্ঘনায় গুরুতর জখম দুই বাইক আরোহী। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। শনিবার সকালের দিকে আউশগ্রামের গলিগ্রাম মোড়ের কাছে বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনটি বাইকে চড়ে পাঁচজনের একটি দল গিয়েছিল বীরভূমের বোলপুরে। প্রত্যেকের বাড়ি কলকাতার বেহালা এলাকায়। ফিরে আসার পথে এদিন দুর্ঘটনার কবলে পড়ে তাদের মধ্যে একটি বাইক। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান তিনটি বাইকেরই যথেষ্ট গতি ছিল।আউশগ্রামের গলিগ্রাম মোড়ের কাছে সড়কপথে একটি বাঁক রয়েছে। বেপরোয়া গতিতে আসার সময় গলিগ্রাম মোড়ের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছিটকে পড়েন বাইকে থাকা দুজন। তারা দুজনেই গুরুতর জখম হন। গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর বুঝে চিকিৎসকরা তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন। আহতদের মধ্যে একজনের নাম অর্কপ্রভ পাত্র বলে জানা যায়।
অপরদিকে শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের ভাতারে লরি ও ম্যাটারডের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ম্যাটাডোর চালক । ঘটনাটি ঘটেছে বাদশাহী রোডে ভাতারের আলিনগরের কাছে ।।